• জুনিয়র চিকিত্সকদের ‘ধাক্কা’ দেওয়ার কোনও কথা বলিনি, ভিডিও ফুটেজ দেখে দাবি করলেন চন্দ্রিমা
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৈঠকের জন্য শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। সেই সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁদের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দিতে বলেছেন বলে অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের সঙ্গে থাকা সৌতাজ বিশ্বাস ফেসবুক পোস্ট করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন। রবিবার সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা দাবি করেন, পুরোটাই অসত্য। তাঁর বক্তব্য, আমি সমস্ত ভিডিও ক্লিপিং দেখেছি। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কোনও কথা আমি বলিনি। আর এই ধরনের ভাষা আমি ব্যবহার করি না। যে বা যাঁরা একথা বলেছেন, তাঁরা আমার সন্তানসম। আমি তাঁদের ক্ষমার চোখে দেখি। অন্যদিকে, সরকারের সদিচ্ছার বিষয়টিও এদিন স্পষ্টভাবে জানান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, শনিবার কালীঘাটে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি খোলা পরিবেশে আলোচনা করতে চেয়েছিলেন। এমনকী মানবিক মুখ্যমন্ত্রীকেও আমরা দেখেছি। যখন বৃষ্টিতে জুনিয়র চিকিৎসকরা ভিজছিলেন, তখন তাঁদের ছাতা দেওয়া এবং চা খেয়ে যাওয়ার কথাও বলেন তিনি। কিন্তু ওরা আসেননি।
  • Link to this news (বর্তমান)