• নিভু নিভু আলো জ্বেলে চলছে বহু সরকারি-বেসরকারি বাস
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে উত্তাল রাজ্য থেকে গোটা দেশ। জাতীয় আঙিনা ছেড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। নারী সুরক্ষার দাবিতে প্রতিদিন রাজপথে নাগাড়ে আন্দোলন চলছে। সেই আবহে এবার সরকারি-বেসরকারি বাসে পর্যাপ্ত আলোর অভাবের অভিযোগ সামনে আসছে ক্রমেই। শহর থেকে জেলার বিভিন্ন রুটে চলা সরকারি-বেসরকারি বাসের একটা বড় অংশে নিভু নিভু আলো নিয়ে যাত্রী পরিষেবা দিচ্ছে বলে অভিযোগ। বাসের ভিতরকার আলোর অনেকটাই খারাপ হয়ে রয়েছে। সেগুলি সারানো হচ্ছে না দীর্ঘদিন ধরেই। দিনের বেলায় তা নিয়ে সমস্যা হচ্ছে না। কিন্তু সূর্য ডোবার পর বাড়ছে যন্ত্রণা। নারী নিরাপত্তার বিষয়টি এখানে মুখ্য। পাশাপাশি গৌণ কিছু বিষয়ও রয়েছে। পর্যাপ্ত আলোর অভাবে ভাড়া মেটানোর সময় যাত্রী কিংবা কন্ডাক্টরদের হয়রান হতে হচ্ছে। বাসে উঠার সময় পায়ে হোঁচট খাচ্ছেন অনেকে। এই প্রসঙ্গে পরিবহণ দপ্তরের এক কর্তা বলেন, একটা নির্দিষ্ট সময় অন্তর সরকারি বাসের আলোর ব্যবস্থাপনা পরীক্ষা করা হয়। কোনও আলো খারাপ থাকলে সারাই করে দেওয়া হয় দ্রুত। পাশাপাশি বেসরকারি বাসের জন্যও সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) দেওয়ার সময় যাত্রীস্বাচ্ছন্দ্যের যাবতীয় দিক খতিয়ে দেখা হয়, তার মধ্যে আলোর ব্যাপারটিও থাকে। সেখানে কোনও গাফিলতি চোখে পড়লে আটকে দেওয়া হয় সিএফ।  পরিবহণ দপ্তরের ওই কর্তা আরও বলেন, গত কয়েকবছরে গোটা রাজ্যে কয়েক হাজার নতুন সরকারি বাস রাস্তায় নেমেছে। সেগুলিতে উন্নতমানের উজ্জ্বল আলো রয়েছে। আগামী দিনে পুরনো বাসেও নয়া প্রযুক্তির আলো বসানোর পরিকল্পনা রয়েছে। 
  • Link to this news (বর্তমান)