• মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: হাসপাতালের আই সি ইউ-তে ভর্তি মুমূর্ষু রোগীর জন্য মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ দোকানের বিরুদ্ধে। এনিয়ে ড্রাগ কন্ট্রোলে অভিযোগ করবেন বলে জানান রোগীর পরিবারের সদস্যরা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বসিরহাট হাসপাতালের আই সি ইউ-তে ভর্তি ফতেমা বিবি। শনিবার হাসপাতালের চিকিৎসক একটি ওষুধ লিখে দেন। রোগীর পরিবারের সদস্যরা বসিরহাট হাসপাতালে উল্টোদিকে একটি দোকান থেকে ওষুধটি কেনেন। ওষুধের বিলও করে দেন দোকানদার। এরপর রোগীর আত্মীয়রা দেখেন, ওষুধটি মেয়াদ উত্তীর্ণ । তিন মাস আগে ওষুধের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর রোগীর পরিবার দোকানদারকে সেটি দেখালে দোকানদার সেই ওষুধ তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। এমনকী সেই দোকানে গেলে বিভিন্ন প্রশ্ন করা হয় তাঁদের। এই বিষয়ে উত্তর ২৪ পরগনার ড্রাগ কন্ট্রোলার পার্থ সাহা  বলেন, রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।
  • Link to this news (বর্তমান)