বৃষ্টিতে ক্ষতির মুখে ৮৫ হাজারের বেশি গ্রামবাসী, বিপর্যস্ত জনজীবন
বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: একদিনের বৃষ্টিতেই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন দক্ষিণ ২৪ পরগনার ৮৫ হাজারের বেশি বাসিন্দা। কারও বাড়ি ভেঙেছে, কারও চাষের জমি জলমগ্ন। বহু পানের বরোজ নষ্ট হয়ে গিয়েছে। কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমা, বারুইপুর এবং বিষ্ণুপুর ১ নম্বর ব্লকে ক্ষতি বেশি হয়েছে বলে খবর। শনিবার এই জেলায় প্রায় ৪০০ মিলিমিটারের বৃষ্টিপাত হয়েছে, যা সার্বিকভাবে জেলার গড় বৃষ্টিপাতের তুলনায় অনেকটাই বেশি। সাগরে সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। তবে ধান চাষের উপর এই বৃষ্টির ক্ষতিকর প্রভাব খুব একটা নেই বলেই দাবি জেলা কৃষি আধিকারিকদের।
টানা বৃষ্টিতে জেলার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। কাকদ্বীপ মহকুমার বহু এলাকায় বৃষ্টির জল জমে রয়েছে। দূর থেকে দেখলে মনে হবে বড় কোনও জলাশয়। অনেক সব্জি বাগান এখন জলের তলায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল পাঠানো হয়েছে। কিছু জায়গায় তুলে দেওয়া হয়েছে শুকনো খাবারও। এর মধ্যে রবিবার নামখানার মহারাজগঞ্জে হঠাৎই হাতানিয়া দোয়ানিয়ার নদীবাঁধে প্রায় ৫০ মিটার অংশে ধস নামে। সেখানকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বাঁধটি ভাঙতে ভাঙতে এখন গ্রামবাসীদের বসতির কাছাকাছি চলে এসেছে। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামত না করা হলে পুরো গ্রাম ডুবে যাবে বলে আশঙ্কা বাড়ছে। সরকারি খতিয়ান বলছে, ৬টি ব্লকের ৩৭টি গ্রাম পঞ্চায়েত বেশি ক্ষতির মুখে পড়েছে। ১৬০টির বেশি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত প্রায় ২৫ লক্ষ টাকা। দুর্গতদের মধ্যে ৬০০’র বেশি ত্রিপল বিলি করেছে প্রশাসন। টানা বৃষ্টি ও দুর্যোগের প্রভাব পড়েছে মহেশতলা পুরসভায়ও। সেখানকার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। নিকাশির সমস্যার কারণে অল্প বৃষ্টিতেই বাটানগর, জগতলা থেকে শুরু করে নুঙ্গির বিভিন্ন জায়গায় জল জমে যায়। তার মধ্যে শনি ও রবিবারের টানা বর্ষণে জলে ডুবেছে রাস্তা ও অলিগলি।