সংবাদদাতা, বসিরহাট: রাতে চুরি হল বসিরহাট থানার শ্বেতপুর এলাকায় একটি জুয়েলারি দোকানে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্বেতপুর এলাকায় জেসমিনা জুয়েলারি নামে একটি দোকানে এই চুরি হয় শনিবার রাতে। প্রায় ত্রিশ লক্ষ টাকার সোনা এবং রুপোর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দোকানের সিসি ক্যামেরা সহ হার্ড ডিস্ক ইত্যাদি সব কিছু নিয়ে গিয়েছে দুষ্কৃতী। রবিবার সকাল ১০টা নাগাদ বসিরহাটের থানার পুলিস ঘটনাস্থলে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। দোকানের মালিক রেজাউল দফাদার ইফা পঞ্চায়েতের শ্বেতপুর এলাকার বাসিন্দা। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, এই চুরির ঘটনায় আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা পুলিসের কাছে অনুরোধ করব, দ্রুত খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করে ফিরিয়ে দিক আমাদের।