• অষ্টমের বইয়ে হিন্দু ইতিহাসকে বিকৃত, বাংলাদেশের মতো মগজধোলাই বাংলায়, দাবি BJP-র
    হিন্দুস্তান টাইমস | ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • অষ্টম শ্রেণির বইয়ে 'হিন্দুদের ইতিহাস বিকৃত' করা হয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। যদিও সেটি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব বই নয়। একটি প্রকাশক সংস্থার ইতিহাস বই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেছেন, বাংলাদেশের মতোই মগজধোলাই শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। ওই বইয়ে মদনমোহন মালব্য, বীর সাভারকারের অপমান করা হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ , হিন্দু মহাসভা, আর্য সমাজের মতো সংগঠনের দিকেও আঙুল তোলা হয়েছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ। সেইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন যে ১৫ দিনের মধ্যে ‘বিকৃত’ ইতিহাস পরিবর্তন না করলে আইনি পথে হাঁটা হবে। প্রকাশককে ‘সাবধানে থাকার’ এবং ভাঙচুরের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন সংসদের উচ্চকক্ষের সাংসদ শমীক। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রকাশক সংস্থা এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।

    শমীক বলেছেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নতুন সিলেবাস অনুযায়ী লেখা রায় ও মার্টিনের অষ্টম শ্রেণির ইতিহাস বইতে সাম্প্রদায়িকতা ও দেশভাগ নামক চ্যাপ্টারে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। যেখানে হিন্দুদের ইতিহাস, সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। অপমান করা হয়েছে পণ্ডিত মদনমোহন মালব্য, বীর সাভারকারের মতো ব্যক্তিত্বদের। হিন্দু মহাসভা, আর্য সমাজ, আরএসএসের মতো সংগঠনকে দায়ি করা হয়েছে।’

    সেইসঙ্গে রাজ্যসভার বিজেপি সাংসদ বলেছেন, ‘বাংলাদেশের মতোই এখানেও মগজধোলাই শুরু হয়েছে। ১৫ দিনের মধ্যে এই বিকৃত ইতিহাস পরিবর্তন না করলে এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ তবে তিনি জানিয়েছেন যে বিজেপির তরফে বিষয়টি বলা হচ্ছে।


    সেখানেই থামেননি শমীক। একেবারে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘এই বই পড়ে নতুন-নতুন বিদ্যাসাগর তৈরি হবে। আমরা বলছি যে এই বই, এই কোম্পানি সাবধানে থাকুন। এসব কিন্তু আর এখানে চলবে না। একটা সময় চলত। সেদিন চলে গিয়েছে। বামেরা মুছে গিয়েছে। কেউ বাঁচাবে না।'


    সেইসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, 'এখন মানুষ যদি আবেগতাড়িত হয়ে যায়....এখন চারিদিকে প্রতিরোধ চলছে। বাঙালি আবার জেগে উঠেছে। হিন্দু বাঙালির ঘুম ভেঙেছে। ফলে কোথায় কী হয়ে যাবে, কোথায় কী ভাঙচুর হবে, আমাদের জানা নেই।’

    আরও পড়ুন: WB Rain Forecast till 21st September: সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ?
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)