• ফের জুনিয়র চিকিৎসকদের আহ্বান মুখ্যমন্ত্রীর, কালীঘাটে বিকেল ৫টায় বৈঠক
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরাতে আরও একবার পদক্ষেপ নিল রাজ্য সরকার। আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটাতে আজ অর্থাৎ সোমবার ফের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জুনিয়র চিকিৎসকদের আহ্বান জানিয়ে ই-মেল পাঠালেন রাজ্য মুখ্যসচিব মনোজ পন্থ।

    বিকেল ৫টায় এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। গত শনিবারের মতোই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিকেল ৫টায় বৈঠক শুরুর সময় নির্ধারণ করা হয়েছে। জুনিয়র চিকিৎসকদের বিকেল ৪টে ৪৫ মিনিটের মধ্যে কালীঘাটে উপস্থিত হতে বলা হয়েছে।

    পাশাপাশি ই-মেলে বলা হয়েছে, এই নিয়ে পঞ্চম তথা শেষবারের জন্য রাজ্য সরকার আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকে আহ্বান জানাচ্ছে। তবে এই বৈঠকের লাইভ টেলিকাস্ট বা ভিডিও রেকর্ডিং হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বৈঠকের মিনিটস শেয়ার করা হবে, তাতে দু’পক্ষের স্বাক্ষর করা থাকবে।  অন্যদিকে, বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই ই-মেল নিয়ে কোনও প্রতিক্রিয়া আন্দোলনরত চিকিৎসকদের তরফে পাওয়া যায়নি।
  • Link to this news (বর্তমান)