আরজি কর কাণ্ডে এখন সিবিআইয়ে হেফাজতে টালা থানার তত্কালীন ওসি অভিজিত্ মণ্ডল। শনিবার সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পর, তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা। কর্তব্যে গাফিলতি, দেরিতে FIR রুজু-সহ একগুচ্ছ অভিযোগ ওঠেছে ওসি-র বিরুদ্ধে। আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, 'অনেকে বলছেন, পুলিস ও সিবিআইয়ের মধ্যে টানাটানি চলছে। কিন্তু এ রকম নয়। আমরা সত্যিটা জানতে চাইছি। শুধু ওসি নন, অভিজিত্ মণ্ডল একজন অভিযুক্ত। কোনও ষড়যন্ত্র হয়ে থাকলে তা উদঘাটন করা দরকার'।
এদিকে ওসি-র গ্রেফতারিতে রীতিমতো ক্ষুব্ধ কলকাতা পুলিসের একাধিক আধিকারিকরা। ফেসবুকে ডিপি কালো করে দিয়েছেন ইনস্পেক্টর এবং সাব-ইনস্পেক্টরদের অনেকেই। অ্যডিশনাল ওসি বলেন, 'যা পরিস্থিতি ছিল, যেরকম সংবেদনশীল অপরাধ হয়েছিল, ডাক্তার ও অন্য়ন্যরা যা চাইছিলেন, সব দাবিগুলি মেনে স্বচ্ছভাবে যে তদন্ত করার ছিল, সেটাই করেছেন। কাজটা খুব ভালোভাবেই করেছেন'।
লালবাজার সূত্রে খবর, রবিবার বিভিন্ন থানা ও ট্রাফিক গার্ডের ওসির সঙ্গে কথা বলেন পুলিস কমিশনার বিনীত গোয়েল। এরপর আজ, সোমবার ধৃত ওসি-র সার্ভে পার্কের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন কলকাতা পুলিসের শীর্ষ আধিকারিকরা।