• 'যা কিছু করেছেন, সত্‍ উদ্দেশ্যেই করেছেন', CBI-র হাতে ধৃত ওসির বাড়িতে ACP!
    ২৪ ঘন্টা | ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • পিয়ালী মিত্র: আরজি কর কাণ্ডে ধৃত টালার থানার ওসিতে বাড়িতে কলকাতা পুলিসের অ্যাডিশনাল সিপি। সঙ্গে ডিসি ইস্টও। অ্যাডিশনাল সিপি বললেন, 'আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ওসির কোনও দোষ নেই। যা কিছু করেছেন, সত্‍ উদ্দেশ্যেই করেছেন'।

    আরজি কর কাণ্ডে এখন সিবিআইয়ে হেফাজতে টালা থানার তত্‍কালীন ওসি অভিজিত্‍ মণ্ডল। শনিবার সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পর, তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা। কর্তব্যে গাফিলতি, দেরিতে FIR রুজু-সহ একগুচ্ছ অভিযোগ ওঠেছে ওসি-র বিরুদ্ধে। আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, 'অনেকে বলছেন, পুলিস ও সিবিআইয়ের মধ্যে টানাটানি চলছে। কিন্তু এ রকম নয়। আমরা সত্যিটা জানতে চাইছি। শুধু ওসি নন, অভিজিত্‍ মণ্ডল একজন অভিযুক্ত। কোনও ষড়যন্ত্র হয়ে থাকলে তা উদঘাটন করা দরকার'।

    এদিকে ওসি-র গ্রেফতারিতে রীতিমতো ক্ষুব্ধ কলকাতা পুলিসের একাধিক আধিকারিকরা। ফেসবুকে ডিপি কালো করে দিয়েছেন ইনস্পেক্টর এবং সাব-ইনস্পেক্টরদের অনেকেই। অ্যডিশনাল ওসি বলেন, 'যা পরিস্থিতি ছিল, যেরকম সংবেদনশীল অপরাধ হয়েছিল, ডাক্তার ও অন্য়ন্যরা যা চাইছিলেন, সব দাবিগুলি মেনে স্বচ্ছভাবে যে তদন্ত করার ছিল, সেটাই করেছেন। কাজটা খুব ভালোভাবেই করেছেন'।

    লালবাজার সূত্রে খবর, রবিবার বিভিন্ন থানা ও ট্রাফিক গার্ডের ওসির সঙ্গে কথা বলেন পুলিস কমিশনার বিনীত গোয়েল। এরপর আজ, সোমবার ধৃত ওসি-র সার্ভে পার্কের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন কলকাতা পুলিসের শীর্ষ আধিকারিকরা।

  • Link to this news (২৪ ঘন্টা)