RG Kar LIVE UPDATE: কালীঘাটের উদ্দেশে রওনা জুনিয়র ডাক্তারদের, সঙ্গে স্টেনোগ্রাফার
প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৪
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। রাজ্য সরকারের পঞ্চম চিঠিতে সাড়া আন্দোলনকারীদের। আলোচনায় বসতে রাজি তাঁরা। এর পর কি উঠবে ডাক্তারদের কর্মবিরতি? প্রতি মুহূর্তের খবর সংবাদ প্রতিদিন ডট ইনের লাইভ আপডেটে (LIVE UPDATE)।
বিকেল ৫.১৬: স্বাস্থ্যভবনে শুরু জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন। জানানো হল, স্টেনোগ্রাফারদের নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। ফিরে এসে প্যান জিবি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিকেল ৫.০৭: পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার সদার্থক না হলে ফিরে এসে জিবি বৈঠক হবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে সেখানেই। জানালেন আন্দোলনকারী কিঞ্জল নন্দ।
বিকেল ৫.০৩: বৈঠকের কার্যবিবরণী রেকর্ড করবেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিও। শর্ত দিয়েছিলেন আন্দোলনকারীরা। মুখ্যসচিবের ইমেলে প্রতিনিধি রাখার বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তা নিয়ে ব্যাখ্যা চেয়ে পালটা ইমেল করলেন আন্দোলনকারীরা।
বিকেল ৪.৩৭: জুনিয়র ডাক্তারদের শর্তে রাজি রাজ্য। দুপক্ষ স্বাক্ষরিত বৈঠকের কার্যবিবরণী দিতে রাজি সরকার। তবে বৈঠকে ডাক্তারদের অনুলেখকে উপস্থিত থাকতে দেওয়া হবে কি না তা ইমেলে স্পষ্ট করা নেই। যা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।