• RG Kar LIVE UPDATE: কালীঘাটের উদ্দেশে রওনা জুনিয়র ডাক্তারদের, সঙ্গে স্টেনোগ্রাফার
    প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। রাজ্য সরকারের পঞ্চম চিঠিতে সাড়া আন্দোলনকারীদের। আলোচনায় বসতে রাজি তাঁরা।  এর পর  কি উঠবে ডাক্তারদের কর্মবিরতি? প্রতি মুহূর্তের খবর সংবাদ প্রতিদিন ডট ইনের লাইভ আপডেটে (LIVE UPDATE)। 

    বিকেল ৫.১৬: স্বাস্থ্যভবনে শুরু জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন। জানানো হল, স্টেনোগ্রাফারদের নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। ফিরে এসে প্যান জিবি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

    বিকেল ৫.০৭: পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার সদার্থক না হলে ফিরে এসে জিবি বৈঠক হবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে সেখানেই। জানালেন আন্দোলনকারী কিঞ্জল নন্দ। 

    বিকেল ৫.০৩: বৈঠকের কার্যবিবরণী রেকর্ড করবেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিও। শর্ত দিয়েছিলেন আন্দোলনকারীরা। মুখ্যসচিবের ইমেলে প্রতিনিধি রাখার বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তা নিয়ে ব্যাখ্যা চেয়ে পালটা ইমেল করলেন আন্দোলনকারীরা। 

    বিকেল ৪.৩৭: জুনিয়র ডাক্তারদের শর্তে রাজি রাজ্য। দুপক্ষ স্বাক্ষরিত বৈঠকের কার্যবিবরণী দিতে রাজি সরকার। তবে বৈঠকে ডাক্তারদের অনুলেখকে উপস্থিত থাকতে দেওয়া হবে কি না তা ইমেলে স্পষ্ট  করা নেই। যা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

    বিকেল ৪.১৪: কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ঢুকলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

    বিকেল ৩.৫৩: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগ দিতে রাজি জুনিয়র ডাক্তাররা। রাখলেন তিন শর্ত। তাঁদের দাবি,

    ১. পুরো বৈঠকের ভিডিওগ্রাফি করতে হবে। থাকবে দুই পক্ষের ভিডিওগ্রাফার। 

    এই শর্ত মানা সম্ভব না হলে

    ২. শুধুমাত্র রাজ্য ভিডিও করলে বৈঠক শেষ হওয়া মাত্র তা জুনিয়র চিকিৎসকদের হাতে তুলে দিতে হবে।

    এই শর্তও মানা সম্ভব না হলে

    ৩. মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বৈঠকের কার্যবিবরণী দিতে হবে। তাতে দুপক্ষেরই সই থাকতে হবে। জুনিয়র ডাক্তাররা ট্রান্সকিপ্টর বা অনুলেখক নিয়ে যাচ্ছেন। 

    প্রশাসনিক জায়গায় বৈঠক হলে ভালো হত মত আন্দোলনকারীদের। মুখ্যসচিবকে পালটা ইমেল।

    দুপুর ১২.০০: বৈঠকে যাওয়া হবে কি না, সিদ্ধান্ত নিতে জিবি বৈঠক শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা। 

    বেলা ১১.৪৮: বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ফের বৈঠকে ডাকল রাজ্য সরকার। জুনিয়র চিকিৎসকদের ইমেল মুখ্যসচিব। 
  • Link to this news (প্রতিদিন)