• ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার
    হিন্দুস্তান টাইমস | ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ভারতে এসে ভারতবিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল করে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল বিদেশ মন্ত্রক। অভিযুক্তের নাম আলমগির। তিনি বাংলাদেশের লালমণিরহাটের বাসিন্দা। পর্যটন ভিসায় ভারতে এসে তিনি তাজমহলের সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বলেছিলেন, ‘এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই ।’

    জানা গিয়েছে, সোমবার সকালে কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে অভিযুক্ত বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত সরকার। গত ৩ সেপ্টেম্বর আলমগির পর্যটন ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এর পর আগরায় পৌঁছন তিনি। সেখানে তাজমহলের সামনে দাঁড়িয়ে তিনি সোশ্যাল মিডিয়া লাইভ করে বলেন, ‘১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।’

    অভিযুক্ত আলমগির লালমণিরহাটের পাটগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর চ্যাংরাবান্ধা সীমান্ত পার করে বাংলাদেশে বুড়িমারি স্থলবন্দরে অভিবাসন পুলিশের হাতে তুলে দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষীরা।

    বাংলাদেশ সীমান্তরক্ষীদের সূত্রে ঘটনার কথা স্বীকার করে জানানো হয়েছে, যুবককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)