• সিপি, ডিসি (নর্থ) ও দুই স্বাস্থ্যকর্তাকে বদলি করছে রাজ্য সরকার, জুনিয়র ডাক্তারদের দাবি মানা হল
    আনন্দবাজার | ১৬ সেপ্টেম্বর ২০২৪



  • প্রায় ৬ ঘণ্টা বৈঠক হল: মমতা

    ‘‘সিবিআই যে মামলার তদন্ত করছে, মৃত চিকিৎসকের উদ্দেশে আমার শ্রদ্ধা জানিয়ে আমি বৈঠক শুরু করেছি। ওঁদের চারটে ডিমান্ড (দাবি) ছিল। প্রথমে ছিল তিন জনকে সরানোর। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে সরানোর কথা বলা হয়েছিল। আমরা বোঝালাম, যদি একটা বাড়ি যদি পুরো খালি করে দেওয়া হয়, তাহলে প্রশাসনটা চালাবে কে? শেষ পর্যন্ত ডিএইচএস এবং ডিএমএসকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরানো হচ্ছে সিপি-কে।’’

    সরানো হচ্ছে বিনীত গোয়েলকে

    ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। মঙ্গলবার বিকেলে নতুন সিপি-কে নিয়োগ করা হবে। এ ছাড়া ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বদল হবে। জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা কাউকে অশ্রদ্ধা, অসম্মান করিনি। কিন্তু ওঁদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে, বলেছে ওঁদের উপর আস্থা নেই, তাই আমরা সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, আগামিকাল বিকেল ৪টের পর সিপি পদে বদল আনব। নতুন সিপি-কে দায়িত্বভার বিনীত (গোয়েল) দেবে। যত ক্ষণ না আদালতে মামলার শুনানি হচ্ছে, তত ক্ষণ এই রদবদল হবে না। পুলিশে আরও কিছু রদবদল হবে। সেটা মুখ্যসচিব বিকেলের পর ৪টের পর জানিয়ে দেবেন নোটিস দিয়ে।’’ মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে এ-ও জানিয়েছেন, বিনীত গোয়েল একটি পদে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাঁকে ওই পদেরই দায়িত্বে আনা হচ্ছে।

    ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি: মমতা

    ‘‘৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। আর কী করব! জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আবেদন করেছি। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। ম্যালেরিয়া, ডেঙ্গি হচ্ছে। এই অবস্থায় ওঁরা কাজে ফিরুন। আবেদন করেছি।’’

    প্লিজ় কাজে ফিরুন’, আবেদন মুখ্যমন্ত্রীর

    রাজ্যে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চিকিৎসা না-পেয়ে অনেকে মারা যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আপনারা প্লিজ় কাজে ফিরুন। বলেছি জুনিয়র ডাক্তারদের। বলেছি, আপনাদের তিনটে দাবি মেনে নিয়েছি। দায়বদ্ধতা দুই পক্ষেরই। অনেক মানুষ মারা যাচ্ছেন। মানুষের কাছে ডাক্তার ভগবান। তাই আপনারা কাজে ফিরুন।’’

    সিপি নিজেই বলেছেন তিনি সরে যেতে চান: মমতা

    ‘‘অনেক কথা হয়েছে। সিপি-র সঙ্গেও কথা হয়েছে। ওঁর নামে অনেক কথা বলা হয়েছে। উনি নিজেই বলেছেন, ‘আমারও পরিবার আছে। আমার পরিবার চাইছে। তাই এই পোস্ট ছাড়ছি। মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে। ওঁরা তিন অফিসারকে সরানোর দাবি করেছিলেন। আমরা দুটো মেনেছি। এর চেয়ে বেশি আর কী করতে পারি।’’

    ‘‘বিচার প্রক্রিয়া নিয়ে কোনও কথা বলব না। আমার বিনীত আবেদন জুনিয়র ডাক্তারদের কাছে, আমরা আপনাদের তিনটি দাবি মেনে নিয়েছি। সাধারণ মানুষের ভুক্তভোগী হওয়া সমীচীন নয়। এখন ডেঙ্গি, ম্যালেরিয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও কোথাও। আগামী দু’-তিন দিন গুরুত্বপূর্ণ। ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার পর সমস্যার সৃষ্টি হতে পারে। সরকারের তরফে নজর রাখা হচ্ছে।’’
  • Link to this news (আনন্দবাজার)