বিনীত গোয়েল অপসারিত, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
আজকাল | ১৬ সেপ্টেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: প্রায় ৫ ঘণ্টা পর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক শেষ হল। সোমবার বৈঠক শেষে রাত পৌনে বারোটায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। আগামিকাল, বিকেল চারটের পর কলকাতা পুলিশে বড়সড় রদবদল হবে।
সোমবার গভীর রাতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ বৈঠকে উভয়পক্ষ খুশি। জুনিয়র চিকিৎসকদের তরফে মিনিটস-এ ৪২ জন সাক্ষর করেছেন। আন্দোলনরত চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে প্রথমটির তদন্ত করছে সিবিআই। বাকি চারটির মধ্যে তিনটির দাবি পূরণ করা হবে। জুনিয়র চিকিৎসকদের দাবি অনুযায়ী, স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডা. কৌস্তভ নায়েককে সরানো হবে। পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও সরানো হবে পদ থেকে। আগামিকাল বিকেল চারটের পর কলকাতা পুলিশে বড়সড় রদবদল পবে। পুলিশ কমিশনারের পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও সরানো হচ্ছে। মঙ্গলবার বিকেল চারটেয় নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেবেন।
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা পাঁচজনের পদত্যাগের দাবি করেছিলেন। তাঁদের মধ্যে চারজনের অপসারণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকের শেষে মমতা এও বলেন, তাঁদের দাবি মানার পাশাপাশি কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করা হয়েছে। আন্দোলন চলাকালীন যথাযথ চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা রুখতে, কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'হাসপাতালের নিরাপত্তা, পরিকাঠামো আরও গুরুত্ব দিয়ে দেখা হবে। একটি কমিটি হয়েছে। মুখ্যসচিব, হোম সেক্রেটারি, ডিজি, সিপি থাকবেন তাতে। আমি মনে করি মিটিংটা পজিটিভ হয়েছে। না হলে ওরাই বা সই করবেন কেন? আমরাই বা সই করব কেন? ওরা ছোট বলে ওদের দাবি একটু বেশিই মেনেছি।'
প্রসঙ্গত, আগামিকাল, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের পরবর্তী শুনানি। গত বৃহস্পতিবার নবান্নে, এরপর শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক ভেস্তে যায়। বৈঠকে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি ইস্যুতে অনড় ছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজ অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি হন তাঁরা। সন্ধে ছ'টা থেকে রাত পৌনে বারোটা পর্যন্ত চলে বৈঠক।