• জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কাদের অপসারণের সিদ্ধান্ত? দেখে নিন
    এই সময় | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • প্রায় দু’ঘণ্টা ধরে চলে বৈঠক। অবশেষে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কর্তা থেকে স্বাস্থ্য কর্তা, একের পর এক বদলির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।যাঁরা বদলি হচ্ছেন -

    ১) কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বদলি করা হচ্ছে। ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার বিনীত গোয়েল। ২০২১ সালে তিনি কলকাতা পুলিশ কমিশনার পদের দায়িত্ব পান। আরজি কর কাণ্ডের পর থেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। অবশেষে মঙ্গলবারই তাঁকে বদলি করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

    ২) রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক দেবাশিস হালদারকে বদলি করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে স্বাস্থ্য অধিকর্তা ছিলেন চিকিৎসক সিদ্ধার্থ নিয়োগী। অগস্ট মাসেই তাঁর মেয়াদ পূর্ণ হয়। এরপর গত ১২ অগস্ট নতুন স্বাস্থ্য অধিকর্তা হন চিকিৎসক দেবাশিস হালদার। এর আগে পশ্চিম মেদিনীপুরের CMOH-এর দায়িত্বে ছিলেন তিনি। তারপর স্বাস্থ্যভবনের অতিরিক্ত উপ-সচিব এবং পরে ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করেন। তাঁকেও বদলি করা হচ্ছে।

    ৩) রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা চিকিৎসক কৌস্তভ নায়েককে বদলি করা হচ্ছে। গত বছর সেপ্টেম্বর মাসে অবসর নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা চিকিৎসক দেবাশিস ভট্টাচার্য। তারপর থেকেই পরবর্তী অধিকর্তা কে হবেন তা নিয়ে কথা চলছিল। সার্চ কমিটি তিনজনের নাম সরকারের কাছে পাঠায়। নিয়ম অনুযায়ী সেখান থেকেই একজনকে বেছে নেয় নবান্ন। তাঁকেও এবার বদলি হতে হচ্ছে।

    ৪) কলকাতা পুলিশের আরেক শীর্ষ কর্তা ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্যাতিতার বাবা-মা দাবি করেছিলেন এই ডিসি নর্থ তাঁদেরকে টাকার অফার করেছিলেন। গত ১১ সেপ্টেম্বর সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেদিন রাতে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। ঘণ্টাখানেক তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকেও এ বার বদলি হতে হচ্ছে।

    এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও বদলির ব্যাপারে আবেদন জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। যদিও, তাঁদের ব্যাপারে সরকারের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
  • Link to this news (এই সময়)