• সিপি বিনীত গোয়েলকে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে আরও কী কী সিদ্ধান্ত?
    আজ তক | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  'ওঁদের (জুনিয়র ডাক্তারদের) বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে, বলেছে ওঁদের উপর আস্থা নেই, তাই আমরা সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, আগামিকাল বিকেল ৪টের পর সিপি পদে বদল আনব। নতুন সিপি-কে দায়িত্বভার নেবেন।' 

    পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছাড়াও আরও তিনজনকে সরানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে দুই স্বাস্থ্যকর্তাকেও সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।     

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর বলেন, 'জুনিয়র ডাক্তারদের তরফে ৪২ জন সই করেছেন। রাজ্য প্রশাসনের তরফে মুখ্যসচিব মনোজ পন্ত সই করেছেন। এখানে আসার জন্য ডাক্তারদের অভিনন্দন জানিয়েছি। এতক্ষণ বিস্তারিত আলোচনা করতে পারবাম বলে খুশি। ওদের বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। আমরা উত্তর দিয়েছি। আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দেওয়ার। অভয়াকে শ্রদ্ধা জানিয়ে মিটিং শুরু করেছি। ওদের প্রথম দাবি ছিল জাস্টিস। সেটার তদন্ত সিবিআই করছে। সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে চলছে। সেটা আমাদের হাতে নেই। বাকি ৪ টে দাবি তে আলোচনা হয়েছে। ওরা তিনজনের নাম দিয়েছিল হেলথ থেকে। আমরা ওদের বুঝিয়েছি, একসঙ্গে পুরো ঘর খালি করলে কীভাবে চলবে। ডিএমই ও ডিএইচএসকে অসম্মান করিনি। আমরা বলেছি ২ জনকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি।' 

    তারপরই মুখ্যমন্ত্রী বলেন, 'বিনীত গোয়েল নাকি ওদের আগেই বলেছিল, নিজের পদত্যাগের ইচ্ছের কথা। তখন আমরা নিজেদের মধ্যে কথা বলি। আগামিকাল ৪ টের পর কলকাতা পুলিশে বদল আনব। নতুন সিপি-কে দায়িত্ব দেবে বিনীত। নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। সেগুলো চিফ সেক্রেটারি জানিয়ে দেবেন। বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেও দেওয়া হবে। সিপি পৌঁছনোর আগে নর্থ ডিসি আগে পৌঁছেছিলেন, তাই তাঁকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

    মুখ্যমন্ত্রী আরও বলেম, 'সেফটি সিকিউরিটি হাসপাতালের ডেভলপমেন্ট দেখা হবে। তা নিয়ে আলোচনাও হয়েছে। মুখ্যসচিব নিজে থাকবেন। কমিটি গড়তে দেওয়া হয়েছে। মিটিং সদর্থক হয়েছে। না হলে ওরা সাইন করল কেন, আমরাই বা কেন সাইন করলাম। ওরা গিয়ে জিবি আলোচনা করতেই পারে। তবে মিনিটিসে সাইন করার পর কাজে ফেরো এটা আমি জানিয়েছি। অনুরোধ করেছি।'  

     
  • Link to this news (আজ তক)