নগরপাল বিনীত-সহ ২ স্বাস্থ্যকর্তাকে সরালেন মমতা, ‘এবার কাজে ফিরুন’, জুনিয়র ডাক্তারদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
প্রতিদিন | ১৭ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুনিয়র ডাক্তারদের দাবি মানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ডা. কৌস্তভ নায়েক ও স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশিস হালদার। সরানো হচ্ছে কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও।
রাজ্য সরকারের ‘শেষ চেষ্টা’য় সাড়া দিয়ে সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যান আন্দোলনকারীরা। নিজের পাঁচ দফা আন্দোলনে অনড় থেকেই বসেন বৈঠকে। পাঁচ দফার মধ্যে অন্যতম ছিল কলকাতার নগরপাল, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তার অপসারণ। এর পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের দাবি। তাঁদের অধিকাংশ দাবিই মেনে নিল রাজ্য।