• ২৪ ঘণ্টায় ৫০ মিমি বৃষ্টি ভাঙল বহু মাটির বাড়ি
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রবিবারের পর সোমবার সকাল থেকে লাগাতার বৃষ্টিতে নবাবি মুলুকের জনজীবন বিপর্যস্ত। তবে বিকেলের পর বৃষ্টি কিছুটা থামে। হাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলায় গড়ে প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ব্যাপক জল বেড়েছে জেলার নদীগুলিতে। লালগোলায় পদ্মার ভাঙন শুরু হয়েছে। ৩০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনদিনের লাগাতার বৃষ্টিতে বেলডাঙা, শক্তিপুর, কান্দি, সালার, নওদা, সাগরদিঘি, নবগ্রাম এলাকার বেশকিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে। জেলায় মোট ৫০টির বেশি মাটির বাড়ি ভেঙেছে। শক্তিপুর থানার কামনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাবলা নদীর ধারে একটি রাস্তা ভেঙে গিয়েছে। নগরগ্রাম থেকে সাহারবাড়ি গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। সকাল থেকেই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্থানীয় গ্রামবাসীরা। এদিন বৃষ্টি মাথায় নিয়ে মুর্শিদাবাদের প্রতিটি ব্লকে বিশ্ব নবী দিবসের শোভাযাত্রা বের হয়।

    গত তিনদিনের লাগাতার বৃষ্টির দাপটে বহরমপুর, ডোমকল, জঙ্গিপুর, কান্দি ও লালবাগ মহকুমার বাসিন্দাদের জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ভেঙে পড়েছে একাধিক গাছ। জলঙ্গির ঘোষপাড়া, সাহেবরামপুর ও চাঁদেরপাড়া এলাকায় উপড়ে যায় একাধিক গাছ। এদিন সকালে জলঙ্গির ঘোষপাড়ায় রাস্তার উপরে গাছ পড়ে রাস্তায় যান চলাচল ঘণ্টাখানেকের জন্য বন্ধ হয়ে যায়। গাছ পড়ে ইলেক্ট্রিক তার ছিঁড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এর ফলে জেলার বিভিন্ন প্রান্তে দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়।  
  • Link to this news (বর্তমান)