• হলদিয়া পেট্রকেম কনট্রাক্টর্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পুজোর উদ্বোধন, দর্শনার্থীদের ঢল
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: দুর্যোগের চোখরাঙানি সরিয়ে একদিন আগেই বিশ্বকর্মা আরাধনার উৎসবে মাতল শিল্পশহর হলদিয়া। সোমবার দুপুর থেকে সূর্যদেব উঁকি দিতেই স্বস্তি ফিরেছে হলদিয়ার পুজো উদ্যোক্তাদের মনে। এদিন বিকেল থেকে শহরের একাধিক কারখানায় পুজো উদ্বোধন শুরু হয়েছে। উদ্বোধনের পরই মণ্ডপ খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে পেট্রকেমের বিশ্বকর্মা পুজোর উদ্বোধন হয়। উদ্বোধন করেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যেতির্ময় কর, এইচপিএলের প্ল্যান্ট হেড সঞ্জয় ভাটনগর প্রমুখ। বন্দর শহরে বিগবাজেটের বিশ্বকর্মা পুজোগুলির অন্যতম হলদিয়া পেট্রকেম কনট্রাক্টর্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পুজো। বাজেটের দিক থেকে আইওসির ঠিক পরই রয়েছে এইচপিএলের বিশ্বকর্মা পুজো। তবে হলদিয়া পেট্রকেমের শ্রমিক, কর্মচারী ও ঠিকাদার সংগঠনের এবারের বিশ্বকর্মা পুজোর জৌলুস সবাইকে টেক্কা দিচ্ছে। এইচপিএলের পুজোর বড় চমক ১০০ ফুট প্রশস্ত এবং ৫৫ফুট উঁচু কাল্পনিক মন্দিরের আদলে বিশাল মণ্ডপ। কাঁচের টুকরো দিয়ে তৈরি হয়েছে বিশ্বকর্মা প্রতিমা। নিম্নচাপের প্রবল বৃষ্টি ও দুর্যোগ মাথায় নিয়েই অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ গড়েছেন কারিগরিরা। হলদিয়ার শ্রমিক কর্মচারীরা এই পুজো ঘিরে আনন্দে মাতেন চারদিন ধরে। উদ্বোধনের আগে এদিন বিকেল থেকেই পেট্রকেমের মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় করে বহু দর্শনার্থী। পুজোর অন্যতম আকর্ষণ ডিজিটাল রঙিন আলোকসজ্জা। এইচপিএলের বিশ্বকর্মা পুজো কমিটির সভাপতি শ্রীদেব মণ্ডল বলেন, এবার ২৮ তম বর্ষে পুজোর বাজেট ১৮ লক্ষ টাকা। পুজোয় আনন্দ অনুষ্ঠানের সঙ্গে জনকল্যাণের কাজও করে কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০০ দুঃস্থ ও অসহায় মানুষকে শাড়ি এবং মশারি বিতরণ করা হয়েছে। পাশাপাশি বাসুদেবপুর গান্ধী আশ্রমের ৬০জন আবাসিক পড়ুয়াকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিশিষ্টরা এদিন প্রতীকীভাবে উদ্বোধনের সময় গরিব মানুষজনের হাতে নতুন কাপড় তুলে দেন। পুজো কমিটির যুগ্ম সম্পাদক পূর্ণচন্দ্র খিলা ও শ্রীজীব মাপা বলেন, হলদিয়া পেট্রকেমিক্যালের অবসরপ্রাপ্ত ৬০জন প্রবীণ কর্মচারী এবং আশেপাশের বিভিন্ন গ্রামের ৬০ জন প্রবীণ নাগরিক মিলিয়ে মোট ১২০ জনকে পুজোয় সংবর্ধনা দেওয়া হচ্ছে। এছাড়া থ্যালাসেমিয়া আক্রান্ত ও জন্মান্ধ রোগীদের অর্থ দেওয়া হবে। উদ্বোধনের পর সন্ধ্যায় কারখানা কর্মীদের পরিবারের খুদে সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মঙ্গলবার পুজোর দিন বিকেলে প্রায় দু’হাজার দর্শনার্থীকে পরমান্ন বিতরণ করা হবে।  হলদিয়া পেট্রকেমের বিশ্বকর্মা পুজো।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)