• জমজমাট বিশ্বকর্মা পুজোর বাজার পাল্লা দিয়ে চড়ল দামের পারদও
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোমবার উত্তরের জেলাগুলোয় জমে উঠল বিশ্বকর্মা পুজোর বাজার। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কোচবিহার এদিন চিত্রটা ছিল এক। ব্যাগ হাতে পুজোর বাজার সা‌রলেন সকলে। কুমোরটুলি থেকে সব্জি বাজার, ফল বাজারে ছিল ভিড়। দশকর্মার দোকানে দীর্ঘ লাইন। বিপুল চাহিদায় অন্যান্য দিনের তুলনায় এদিন সব্জি ও ফলের দামের পারদও চড়েছে লাফিয়ে লাফিয়ে।

    সোমবার সকাল থেকেই শিলিগুড়ির রেগুলেটড মার্কেট, বিধানমার্কেট, চম্পাসারি, মাটিগাড়া, গেটবাজার, মহাবীরস্থান, টিকিয়াপাড়া, হায়দরপাড়া বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, আলিপুরদুয়ারের নিউটাউন বাজার, বৌবাজার, রেলবাজার, বড়বাজার, চেকোবাজারগুলোতে সকাল থেকে ভিড় বাড়তে থাকে। আলিপুরদুয়ারের নোনাই পালপাড়া, বড়বাজার কুমোরটুলি সহ বিভিন্ন রাস্তার ধারে বিশ্বকর্মার মূর্তি বিক্রি করেছেন মৃৎশিল্পীরা।   

    এদিকে কোচবিহারের ভবানীগঞ্জ বাজার, নতুনবাজার, দেশবন্ধু মার্কেটেও মানুষের ভিড় উপচে পড়ে। সকাল থেকে  জলপাইগুড়ি জেলা শহর সহ বিভিন্ন ব্লক গুলোতেও চোখে পড়েছে একই ছবি। এছাড়াও জেলাগুলোর বিভিন্ন সাপ্তাহিক হাটে বিশ্বকর্মা পুজোর কেনাকাটা করেছেন অনেকে। 

    এদিন, কোচবিহারের উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহণ সংস্থা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি ডিপোতে পুজোর আয়োজন নিয়ে বাস কর্মীদের ব্যস্ততা ছিল তুঙ্গে। পাশাপাশি নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জংশন, ডিআরএম অফিসে বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে ছিল সাজোসাজো রব। 

    জেলার বিভিন্ন ট্রাক, বাস, টোটো, অটো ইউনিয়নগুলোর সদস্যদের মধ্যে পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। শিলিগুড়ি শহরের বিভিন্ন বেসরকারি ট্যাক্সি ইউনিয়নগুলো পুজোর কেনাকাটা নিয়ে মত্ত ছিলেন। জেলার বিভিন্ন হাটবাজার থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন ফলমূল শাকসবজির দাম কিছুটা ঊর্ধে থাকলেও নাগালের বাইরে ছিল না। 

    উত্তরবঙ্গ যাত্রী সমন্বয় কমিটির সম্পাদক প্রণব মানি বলেন, তেনজিং নোরগে টার্মিনাসে আইএনটিটিইউসি এবং আইএনটিউসি পুজোর আয়োজন করেছে। এর পাশাপাশি হিল রিজিয়ন মিনিবাস ওনার্স অ্যাসোসিয়শন সেখানে পুজোর আয়োজন করেছে। শিলিগুড়ি ইন্টার ডিস্ট্রিক্ট মিনিবাস মালিক অ্যাসোসিয়েশন বর্ধমান রোডে সমিতির অফিসে পুজোর আয়োজন করেছে। প্রধাননগরে পুজো করছে দার্জিলিং ওয়েস্ট দিনাজপুর মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। শিলিগুড়ি মিনিবাস সিন্ডিকেট কোর্টমোড়ে পুজো করছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ পুজোর আমেজে জমজমাট।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)