• জাতীয় স্তরের তাইকোন্ডোয় রেফারি ইংলিশবাজারের সুশ্রী
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ:  ৩ অক্টোবর থেকে তাইকোন্ডো ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে অরুণাচল প্রদেশের ইটানগরে ‘অস্মিতা তাইকোন্ডো লিগ’ শুরু হতে চলেছে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এই লিগে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে ডাক পেলেন পুরাতন মালদহের গৌড় মহাবিদ্যালয়ের ছাত্রী সুশ্রী ধর। গত ১৪ সেপ্টেম্বর তাইকোন্ডো ফেডারেশন অব ইন্ডিয়া ই-মেল মারফত চিঠি দিয়ে সুশ্রীকে বিষয়টি জানায়। তিনি ১ অক্টোবর ইটানগরের উদ্দেশে রওনা দেবেন। এই খবরে জেলা ক্রীড়া মহলে খুশির হাওয়া। সবাই শুভেচ্ছা জানিয়েছেন কলেজ ছাত্রীকে।

    ইংলিশবাজার শহরের বাসিন্দা সুশ্রী গৌড় মহাবিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন বিভাগের পঞ্চম সেমেস্টারের পড়ুয়া। বাবা শুভশঙ্কর ধর চার বছর আগে প্রয়াত হয়েছেন। মা স্বপ্না ধর গৃহবধূ।  সুশ্রী ছোটবেলা থেকেই খেলায় আগ্রহী। ক্লাস ওয়ান থেকে তাইকোন্ডো অনুশীলন শুরু করেছিলেন। ২০২১ সালে তাইকোন্ডোয় রাজ্যেস্তরে জুনিয়র বিভাগে স্বর্ণপদক পান সুশ্রী। জাতীয় স্তরেও খেলেছেন তিনি। ওড়িশাতে তাইকোন্ডো ম্যাচ পরিচালনায় রেফারি হিসেবে গিয়েছিলেন। এবার জাতীয় স্তরে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে কাজ করার সুযোগ পেলেন সুশ্রী। তাঁর কথায়, আমাকে টেকনিক্যাল অফিসিয়াল হিসাবে ডাকা হয়েছে।   সেখানে রেফারিংয়ের সুযোগ দেবে। সুশ্রী দীর্ঘদিন বেঙ্গল তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের হয়ে খেলছেন। এবার রেফারি হিসেবে বাছাই করা হয়েছে তাঁকে। কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ সিং পারমার বলেন, সুশ্রী আমাদের কলেজের গর্ব। কলেজ থেকে জাতীয়স্তরে রেফারিং করার সুযোগ পেয়েছে বলে আমরা খুব খুশি। তাঁর সাফল্য কামনা করি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)