• মেরামত হচ্ছে না শ্মশানের জোড়া বৈদ্যুতিক চুল্লি
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: মাসে বিদ্যুতের খরচ প্রায় আড়াই লক্ষ টাকা। সেজন্যই ইসলামপুরের সতীপুকুর শ্মশানের বিকল হয়ে থাকা দু’টি বৈদ্যুতিক চুল্লি ঠিক করা হচ্ছে না। বিদ্যুৎ বিলের জন্য আর্থিক বরাদ্দের চেষ্টা চালাচ্ছে পুরসভা। বিলের বরাদ্দ মিলতেই মেরামত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় এক বছর থেকে চুল্লি বিকল হয়ে আছে। শ্মশানের দু’টি চুল্লি পুরসভার অধীনে। কিন্তু পুর কর্তৃপক্ষ মেরামতের কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ। চুল্লি বিকল থাকায় সমস্যায় পড়ছেন শবযাত্রীরা। তাঁরা কাঠ পুড়িয়ে শবদাহ করতে বাধ্য হচ্ছেন। 

    শ্মশানের কেয়ারটেকার কিরণ বিশ্বাস বলেন, এক বছর আগেও দু’টি চুল্লিই খারাপ হয়েছিল। সেসময় পুর কর্তৃপক্ষ মেরামত করেছিল। কিন্তু মেরামতির এক মাসের ম঩ধ্যে ফের বিকল হয়ে পড়ে। তারপর আর ঠিক করা হয়নি। কাঠ দিয়ে মৃতদেহ দাহ করা চলছে।বাসিন্দারা বলেন, শবদাহ জরুরি পরিষেবার ম঩ধ্যে পড়ে। বৈদ্যুতিন চুল্লি থাকার পরেও কাঠ দিয়ে দাহ করতে হচ্ছে। এতে অনেক সময় লাগে এবং পরিবেশের পক্ষেও ক্ষতিকারক। বৃষ্টির মরশুমে শুকনো কাঠ জোগাড় করাও কঠিন। তাই চুল্লি দু’টি মেরামতের দাবি জোরাল হয়েছে।পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগওয়াল বলেন,চুল্লি আগেই বিকল হয়েছিল এবং মেরামতও করা হয়েছিল। পরে অবার বিকল হয়েছে। বিদ্যুতের বিল মাসে প্রায় আড়াই লক্ষ টাকা আসছে। চুল্লির জন্য বিদ্যুতের বিলের আলাদা বরাদ্দ চেয়ে রাজ্যে চিঠি দেওয়া হয়েছে। চুল্লি মেরামতের আগে আমরা বিদ্যুৎ বিলের জন্য বরাদ্দ আনার চেষ্টা করছি। বরাদ্দ মিললেই চুল্লি মেরামত করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ৫ কোটি ১৭ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে শ্মশানে চুল্লি তৈরি ও সৌন্দর্যায়নের কাজ হয়েছিল। ২০১৯ সালের মার্চ থেকে সতীপুকুর শ্মশানে দু’টি বৈদ্যুতিক চুল্লি চালু হয়।  পরে তা পুরসভাকে হস্তান্তর করা হয়। বর্তমানে দু’টি চুল্লি দুটি বিকল হয়ে আছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)