• এফআইআরে অভিযোগকারীর সইয়ের জায়গা ফাঁকা কেন, প্রশ্ন সিবিআইয়ের
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার এফআইআরে অভিযোগকারীর সইয়ের জায়গা ফাঁকা কেন, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তরুণীর বাবা-মায়ের সই ছাড়া কীভাবে এফআইআরের কপি আদালতে জমা পড়ল, তা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই। সই ছাড়াই নির্যাতিতার পরিবারকে কীভাবে কপি দিলেন তদন্তকারী অফিসার, এই প্রশ্নের জট কাটেনি। এটা কি গাফিলতি, নাকি তাড়াহুড়োয় নিছক ভুল, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। 

    তরুণী চিকিৎসকের মৃত্যুর পর তাঁর বাবা লিখিত অভিযোগ করেন টালা থানায়। তার ভিত্তিতে খুন ও ধর্ষণের ধারায় এফআইআর করা হয়। এফআইআরের কপি থেকে জানা যাচ্ছে, সমস্ত কলাম ফিলআপ করা হলেও একটি জায়গা ফাঁকা রয়ে গিয়েছে। সেটি হল অভিযোগকারীর সইয়ের জায়গা। নিয়ম বলছে, এটি পূরণ করা বাধ্যতামূলক। সিবিআইয়ের এক অফিসারের কথায়, এফআইআর করার পর অভিযোগকারীকে ডেকে পাঠানো হয় সই করার জন্য। তিনি সই করার পর একটি কপি রেখে দেওয়া হয় থানায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দ্বিতীয় কপিটি পান অভিযোগকারী। অভিযোগকারীর স্বাক্ষর ছাড়া এই কপি আদালতে জমা দেওয়া যায় না। বিষয়টি আদালতের নজরে এলে প্রশ্নের মুখে পড়তে পারেন তদন্তকারী অফিসার। তদন্তকারীদের ধারণা, সম্ভবত অভিযোগকারীর বাবাকে আর ডাকেননি তদন্তকারী অফিসার। এক্ষেত্রেও নিয়ম ভাঙা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। যে কারণে কলকাতা পুলিসের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সিবিআইয়ের প্রশ্ন, এই সাধারণ বিষয়টি কি তদন্তকারী অফিসার জানতেন না? তাহলে কেমন প্রশিক্ষণ পেয়েছেন তাঁরা? এ নিয়ে তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। তাঁর দাবি, তাড়াহুড়োয় এই ভুল হয়েছে। তাঁর বক্তব্য যাচাই করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)