• দুর্যোগ: চড়ায় আটকে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: নিম্নচাপের জেরে চলছে টানা বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। বইছে দমকা হাওয়া। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর চড়ায় উঠে পড়লো বাংলাদেশি একটি পণ্যবাহী জাহাজ। প্রায় তিনদিন আটকে থাকল সেটি। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার সূর্যনগর এলাকায় হুগলি নদীতে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কলকাতার দিকে যাওয়ার সময় বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এম ভি সানরাইজ সবুজ বাংলা’ নদীর তীরের চড়ায় উঠে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিস। জাহাজের নাবিকদের সাথে কথা বলে তারা। পরে সিভিল ডিফেন্সের কর্মীরাও ঘটনাস্থলে যান। স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় পণ্যবাহী জাহাজটি শক্ত কাছি দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করা হয়।

     জাহাজের চালক ফরিদ শেখ জানান, ৭ সেপ্টেম্বর ১০ জনকে নিয়ে বাংলাদেশ থেকে এই পণ্যবাহী জাহাজটি বেরিয়েছিল। সেই সময় কোনও দুর্যোগের খবর ছিল না। পরে আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে উঠলে নামখানায় জাহাজ নোঙর করে দাঁড়িয়ে পড়ে। শুক্রবার দুপুরে আবহাওয়ার পরিস্থিতি বুঝে জাহাজটি কলকাতার উদ্দেশে রওনা হয়। এদিন সন্ধ্যার মুখে ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে জাহাজটি নদীর তীরের চড়ায় আটকে যায়। জানা গিয়েছে, কলকাতা বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি পণ্যবাহী জাহাজের এজেন্সিকে খবর দেওয়া হয়েছে। সোমবার রাত পর্যন্ত জাহাজটি নদীতে নামানো সম্ভব হয়নি। তার জন্যই তোড়জোড় চলছে। 
  • Link to this news (বর্তমান)