• কোর্টে ঠাকুমা‑দাদুকে জড়িয়ে ধরল নাতি, বকেয়া টাকা মেটানোর নির্দেশ ছেলেকে
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিড় ঠাসা শিয়ালদহ আদালত চত্বর। তারই মধ্যে  দাদু‑ঠাকুমাকে দেখে ছুটে গেল সাত বছরের নাতি। বহুদিন বাদে নাতিকে কাছে পেয়ে জড়িয়ে ধরে ঠাকুমা শান্তি দোলুই কেঁদে ফেললেন। তিনি বলেই ফেললেন, তুই চাইলে কী হবে, তোর বাবা‑মা চায় না তোর দাদু‑ঠাকুমাকে। একথা শুনে সাত বছরের নাতি কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ঠাকুমার মুখে দিকে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, কাশীপুর রোডের বাসিন্দা বৃদ্ধ সমর দোলুই ও তাঁর স্ত্রীকে ছেলে‑বউমা দেখেন না বলে অভিযোগ। তাই তাঁরা আশ্রয় নেন কলকাতার সূর্য সেন স্ট্রিটে মেয়ের বাড়িতে। পরে ছেলে সজলের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে খোরপোশের মামলা দায়ের করেন গত বছরের ফেব্রুয়ারি মাসে। সেই মামলায় আদালত শুনানির শেষে ছেলেকে প্রতিমাসে ছয় হাজার টাকা করে খোরপোশের নির্দেশ দিয়েছিল। কিন্তু গত পাঁচ মাস ধরে ছেলে বাবা‑মাকে খোরপোশের টাকা দেননি। ফলে ওই বৃদ্ধ‑দম্পতি আদালতের দ্বারস্থ হন। 

    শুনানির শেষে বিচারকের নির্দেশ, ছেলেকে দেড় মাসের মধ্যে বকেয়া খোরপোশের টাকা দিতে হবে বাবা‑মাকে। আদেশ অগ্রাহ্য করলে আদালত আ‌ই঩নি পদক্ষেপ নেবে।
  • Link to this news (বর্তমান)