• বাঁধ টপকে ঢুকছে জল, স্বরূপনগরে ইছামতী পাড়ের বাসিন্দারা উদ্বেগে
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: সোমবার ইছামতীর বাঁধ টপকে পার্শ্ববর্তী এলাকায়  জল ঢুকে পড়ে। এনিয়ে স্বরূপনগরের ইছামতীর পাড়ের বাসিন্দারা উদ্বেগে। কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির ফলে বাঁধ উপচে জল ঢুকছে। ফলে ওই এলাকায় মাঠের ফসল থেকে পুকুরের মাছ বিরাটভাবে ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন ধরে নদীবাঁধের সংস্কার না হওয়ায় এবং বেআইনিভাবে নদীর চরে বাড়ি তৈরি করায় এই বিপত্তি বলে অভিযোগ এলাকাবাসীদের।

    প্রতিবছর বর্ষার সময় এই দৃশ্য দেখা যায় স্বরূপনগর ব্লকের শাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর, তরণীপুর, কাঁটাবাগান, নিশ্চিন্তপুর সহ বিস্তীর্ণ এলাকায়। এলাকার বাসিন্দা স্বপন দেবনাথ বলেন, আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ছাড়াও একাধিক জায়গায় লিখিতভাবে আবেদন জানিয়েছি ইছামতী সংস্কার করার জন্য। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনওরকম উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর ইছামতীর জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কৃষকদের। এলাকার বাসিন্দারাও চলাফেরা করতে সমস্যায় পড়ে। আমরা চাই ইছামতী সংস্কার করে পাকাপোক্তভাবে নদীর পাড় বাঁধানো হোক। এই বিষয়ে শাড়াপুল গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গীর মণ্ডল বলেন, আমরা জেলা পরিষদকে দ্রুত ইছামতীর বাঁধ সংস্কারের ব্যাপারে অনুরোধ করব। এদিকে, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এই ব্যাপারে বলেন, আমি নিজে আজ, মঙ্গলবার স্বরূপনগরের ওই এলাকা পরিদর্শনে যাচ্ছি। তবে ইতিমধ্যেই আমরা সেচদপ্তরকে ওখানে বাঁধের দিকে নজর রাখতে বলেছি। এছাড়া চাল, ত্রিপল সহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও মজুত রাখতে বলেছি।
  • Link to this news (বর্তমান)