• দীর্ঘদিন জমে আছে জল, সরানোর দাবিতে রাস্তা অবরোধ বাসিন্দাদের
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘদিন ধরে এলাকায় জল জমে রয়েছে, কিন্তু প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রতিবাদে সোমবার কাঁটাখালি পালপাড়া এলাকার বাসিন্দারা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধ করেন। তাঁদের দাবি, দ্রুত জলযন্ত্রণা থেকে মুক্ত করতে হবে এলাকা।

    গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হাসনাবাদের কাঁটাখালি ব্রিজ সংলগ্ন বিভিন্ন এলাকা। সেখানকার বাসিন্দা ফাতেমা বিবি বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় জল জমে আছে। প্রশাসনকে অনেকবার বলেও কোন কাজ করছে না। এতটাই জল জমেছে যে রাস্তা দিয়ে গেলে কোনও শিশু তাতে ডুবে যেতে পারে। কোথাও হাঁটুসমান আবার কোথাও বা কোমরসমান জল। বৃষ্টি থেমে গেলেও দীর্ঘদিন জল জমে থাকছে এখানে। সেই জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। এই জল থেকে অনেকের চর্মরোগ দেখা দিয়েছে। তাই আমরা চাই, দ্রুত জল সরানোর ব্যবস্থা করুক প্রশাসন। বেশ কিছুক্ষণ চলার পর প্রশাসনের আশ্বাসে রাস্তা অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এই বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এসকেন্দার গাজি বলেন, বিষয়টা এর আগেও আমরা শুনেছি। কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। যে জায়গায় জল জমছে সেখানে ড্রেনের সমস্যা আছে। আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত জল সরানোর ব্যবস্থা করব।
  • Link to this news (বর্তমান)