• DC সেন্ট্রালকে ছাড় কেন? ক্ষুব্ধ ডাক্তাররা, নির্যাতিতার বাবা বলেছিলেন মিথ্যেবাদী
    হিন্দুস্তান টাইমস | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • জুনিয়র ডাক্তারদের দাবি মতো চার শীর্ষ আধিকারিককে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইন্দিরার বিরুদ্ধে তো একাধিকবার মিথ্যে বলার অভিযোগ তুলেছেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা-মা। 

    সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে যে কার্যবিরবণী বা ‘মিনিটস’ প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘-র বিরুদ্ধে কোনও শৃঙ্খলামূলক পদক্ষেপ গ্রহণ না করা এবং স্বাস্থ্যসচিবের বদলি না করা হওয়ায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা অসন্তোষ প্রকাশ করেছেন।’


    আর কলকাতা পুলিশের ডিসি । উনি তো ভিতরেও ছিলেন না। উনি মিথ্যা কথা বলছেন। বারবারই বলছি।’

    গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুমের যেখানে তরুণী চিকিৎসকের দেহ ছিল, সেখানে প্রচুর বহিরাগত লোকজন ছিলেন বলে অভিযোগ উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছিল। 


    আর সেই ভিডিয়োর প্রেক্ষিতে পুলিশের ডিসি দাবি করেছিলেন যে তরুণী চিকিৎসকের দেহ যেখানে ছিল, সেখান থেকে ৪০ ফুটের অংশ ঘেরা ছিল। সেখানে কোনও বহিরাগত প্রবেশ করতে পারেননি। যদিও তরুণী চিকিৎসকের বাবা দাবি করেছিলেন, ‘কিছু ঘেরা ছিল না। একদম বাজে কথা।’

    সেই পরিস্থিতিতে কলকাতা পুলিশের ডিসি ইন্দিরার নামও করেননি।

    আরও পড়ুন: Kolkata CP Vineet Goyal Removed: নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)