মঙ্গলবার বেলার পর তা উত্তর ছত্রিশগড় এলাকায় একটি দুর্বল নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে। রাতের দিকে বিলীন হবে। এদিকে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বিশ্বকর্মা পুজোর দিন থেকে আবহাওয়ার উন্নতি। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত।
উত্তরবঙ্গে আজ থেকে পুরোপুরি পরিষ্কার আকাশ। শুধু পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। কলকাতায় আবহাওয়ার উন্নতি। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। কলকাতায় তাপমান রাতে ২৫.১ থেকে বেড়ে ২৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ থেকে বেড়ে ১৮.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৩.১ মিলিমিটার।