'গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে', আরজি কর মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের
এই সময় | ১৭ সেপ্টেম্বর ২০২৪
'সিবিআই ঘুমোচ্ছে না, তাদের তদন্ত করতে সময় দিতে হবে', আরজি কর কাণ্ডের তদন্ত প্রসঙ্গে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। মঙ্গলবার মামলাটি ফের ওঠে সর্বোচ্চ আদালতে। এ দিন ফের স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। তা খতিয়ে দেখে প্রধান বিচারপতির বেঞ্চ।ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'আমরা স্টেটাস রিপোর্ট দেখেছি। আমরা আশ্বস্ত করতে পারি, প্রকৃত তথ্য খুঁজে বার করার জন্যই সিবিআই তদন্ত করছে৷ সিবিআই-এর দেওয়া তথ্য প্রকাশ করে তদন্তের ক্ষতি করতে চাই না। আগামিদিনে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।'
যে বিষয়গুলি নিয়ে গত শুনানিতে আলোচনা হয়েছে সেগুলি নিয়েই সিবিআই তদন্ত করছে বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ময়নাতদন্তের চালান, অভিযুক্ত, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের যোগাযোগ, তথ্য প্রমাণ নষ্টের বিষয়, অন্য কোনও ব্যক্তির জড়িত থাকা, সমস্ত বিষয়ই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পাশাপাশি কণ্ঠস্বরের নমুনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, 'আরজি কর কাণ্ডের তদন্তে অন্যান্য এজেন্সির সঙ্গেও আলোচনা করা হচ্ছে। আপনাদের তোলা প্রসঙ্গ, আমাদের আলোচনার বিষয়, সব কিছুই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিআই ঘুমোচ্ছে না। তাদের সময় দিতে হবে তদন্ত করতে। এক সপ্তাহের মধ্যে এই তদন্ত শেষ হবে না। আমরা সবাই চাই প্রকৃত তথ্য সামনে আসুক।'
উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই।