পুজোর মুখে ফের ধস ১০ নম্বর জাতীয় সড়কে, কোন পথে যাতায়াত?
এই সময় | ১৭ সেপ্টেম্বর ২০২৪
আশঙ্কাই সত্যি হল। ফের ধস ১০ নম্বর জাতীয় সড়কে। পুজোর আগে ফের বড় ধাক্কা উত্তরবঙ্গের পর্যটনে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। টানা দু’দিনের বৃষ্টি। তার জেরেই ১০ নম্বর জাতীয় সড়কে ফের ধস নামল। সোমবার রাত থেকে ১০ নম্বর জাতীয় সড়ক হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধস নামা এলাকার রাস্তা পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে পূর্ত দপ্তর।পুজোর মুখে ফের একবার বাংলা-সিকিম ‘লাইফলাইন’ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। চিন্তা বেড়েছে পর্যটকদের মধ্যেও। অনেকেই বর্ষা এড়িয়ে পুজোর সময় ঘুরতে যাওয়ার জন্য সময় বেছে নিয়েছিলেন। ধসের কারণে খরচ ও সময় দুইই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্বিগ্ন তাঁরাও। জানা গিয়েছে, সোমবার রাতে শ্বেতীঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কের এক দিক ধসে গিয়েছে।
জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘মঙ্গলবার পূর্ত দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করবেন। তারপরেই রাস্তা কবে খুলতে পারে তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি হবে। প্রয়োজনে বিকল্প রুটের কথাও জানানো হবে।’ চলতি বছর একাধিকবার ১০ নম্বর জাতীয় সড়ক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝে মধ্যেই জাতীয় সড়কে ধস নামায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঘুরপথে পর্যটকদের কালিম্পং, সিকিম যেতে হচ্ছে। এতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।
আপাতত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকাকালীন লাভা-গোরুবাথান রুট হয়ে গাড়িগুলিকে যাতায়াত করতে হবে। উত্তরবঙ্গের নাম করা এক পর্যটন সংস্থার পক্ষে সম্রাট সান্যাল জানান, ১০ নম্বর জাতীয় সড়কের কিছুটা অংশ ধসে যাওয়ায় সোমবার সন্ধ্যার পর থেকে সমস্ত গাড়ি চলাচল সেখান দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বছর জাতীয় সড়কে যে ভাবে বার বার ধসের কবলে পড়েছে তাতে পর্যটন ব্যবসায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে পর্যটন মহলকে।