এই সময়: আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে উৎখাত করার দাবি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হতে চলেছেন সুকান্ত মজুমদার। সারা রাজ্যে এক কোটি সই সংগ্রহ করে রাজ্যপালের কাছে যাবেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। পুজোর সময়েও এই সই-সংগ্রহ অভিযান চালাবে বিজেপি। তবে শুভেন্দু অধিকারী ভোটের মাধ্যমেই জোড়াফুল সরকারের পতন চাইছেন।গেরুয়া শিবিরের দুই শীর্ষ নেতার এই মতপার্থক্য সোমবার ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে বিজেপির অবস্থানের শেষ দিনে স্পষ্ট হয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে বিজেপি টানা ২৪ দিন অবস্থান করে।
এই লাগাতার অবস্থানের শেষ দিনে সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘ন্যায়ের দাবি নিয়ে সারা রাজ্যে এক কোটি সই সংগ্রহ করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারী এবং দলের সাংসদরা মাথায় করে এই এক কোটি সই রাজভবনে নিয়ে যাবেন। রাজ্যপালকে আমরা বলব, ৩৫৬ হোক ৩৫৫ হোক, কী কী করবেন আপনি বুঝে নিন। কিন্তু রাজ্য সরকারকে উৎখাত করুন। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের ব্যবস্থা করুন।’
অথচ এই মঞ্চেই বিজেপির রাজ্য সভাপতির ভাষণের ঠিক আগে শুভেন্দু বলেন, ‘মানুষের যে আবেগ তৈরি হয়েছে একে সামনে রেখে বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি কখনও করতে চায়নি। ভবিষ্যতেও করবে না। আমরা নির্বাচনের মধ্যে দিয়ে এই সরকারকে পরাস্ত করব।’ বিজেপির এই ধর্না মঞ্চে এ দিন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল প্রমুখ নেতানেত্রীরা ছিলেন।
সেই মঞ্চে সুকান্ত-শুভেন্দুর মনোভাবের বৈপরিত্য দেখে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘বিজেপি দিশাহীন, দিশাহারা একটি দল। যেখানে আদি বিজেপি, নব্য বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি-র মতো হরেক গোষ্ঠী রয়েছে। নতুন যিনি সভাপতি হতে চলেছেন, তাঁর একটি গোষ্ঠী তৈরি হয়েছে। নির্বাচনে বারবার হেরে এঁরা শুধু জনবিচ্ছিন্নই হননি, নিজেদের মধ্যেও কোনও মতের মিল নেই।’
বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূল খোঁচা দিলেও আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে প্রতিবাদ চালিয়ে যেতে চাইছে বিজেপি। দুর্গাপুজোর সময়েও প্রতিবাদী হওয়ার জন্য সুকান্ত এ দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করব না। রূপরেখার পরিবর্তন হবে। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার সময়েও প্রতিবাদ হবে। দুর্গাপুজোর অষ্টমীর দিনে আমরা অভয়া অষ্টমী পালন করব। মায়ের কাছে অঞ্জলি দেব। অভয়ার জন্য জাস্টিস চাইব।’
আগামী ২৩ সেপ্টেম্বর গেরুয়া শিবিরের মহিলা ব্রিগেড থানা সাফাই অভিযান চালাবে বলে ঠিক হয়েছে। ওই দিন ঝাঁটা ও গঙ্গাজল নিয়ে রাজ্যের সব থানা ‘পবিত্র’ করা হবে বলে সুকান্ত ঘোষণা করেছেন। পুজোর সময়ে বিজেপির বুক স্টল থেকে আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার জাস্টিস চেয়ে বিজেপি প্রচার করবে।