• স্ত্রীকে নৃশংসভাবে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর! চাঞ্চল্য মুর্শিদাবাদের বহরমপুরে
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম ফতেমা বিবি (৫৭)। তাঁর বাড়ি খাগড়ার বড়মুড়ির ধার এলাকায়। অভিযুক্ত স্বামী জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ, মঙ্গলবার সকালে বহরমপুর থানার পুলিসের কাছে খবর আসে, যে একটি বাড়িতে দম্পতির দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুরের খাগড়া ফাঁড়ির পুলিস। ঘটনাস্থলে গিয়ে পুলিস দেখে, দম্পতির দেহ পড়ে রয়েছে। শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।  গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে। দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসক ফাতেমাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তাঁর স্বামী সারাফাত হোসেন অচৈতন্য অবস্থায় রয়েছেন। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার সকালে খাগড়া এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, ফতেমা ও সারাফাতের মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। ফতেমা অসুস্থ হওয়ায় তাঁর স্বামী চিন্তায় ছিল। এর মাঝেই গতকাল, সোমবার রাতে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। অশান্তি চলাকালীন সারাফাত তাঁর স্ত্রীকে ধাক্কা মারে। সেই সময় মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান ফতেমা। সেই সুযোগে ধারালো ব্লেড নিয়ে স্ত্রীর দেহের বিভিন্ন জায়গায় আঘাত করে সারাফাত। দেহের বেশ কিছু শিরা কেটেও দেয় সে। যার ফলে মৃত্যু হয় ফতেমার। তারপরেই নিজে আত্মহত্যার চেষ্টা করে সারাফাত। ব্লেড দিয়ে নিজের গায়ে আঘাত করতে থাকে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘অভিযুক্ত স্বামী এখন স্থিতিশীল রয়েছেন। তাঁকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সারাফাতকে গ্রেপ্তার করা হবে। ফতেমার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
  • Link to this news (বর্তমান)