• কলকাতা পুলিসের নতুন সিপি হলেন মনোজ ভার্মা
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিসের শীর্ষ পদে বড়সড় রদবদল। কলকাতা পুলিসের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা। বর্তমানে ১৯৯৮ ব্যাচের এই আইপিএস অফিসার এডিজি আইনশৃঙ্খলা হিসেবে কর্মরত ছিলেন। তিনি আজ, মঙ্গলবারই কলকাতা পুলিস কমিশনারের দায়িত্ব নিতে পারেন বলে সূত্রের খবর। আর জি কর কাণ্ডের জেরে কলকাতা পুলিসের বর্তমান সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার দাবি আগেই জানিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। গতকাল, সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও তাঁদের এই দাবি মেনে নেওয়া হয়েছে। এরপর আজ, মঙ্গলবার বিকেল ৪টের পরে নতুন সিপির নাম ঘোষণা হবে বলেও সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী এদিন বিজ্ঞপ্তি জারি করে মনোজ ভার্মা কলকাতা পুলিসের নতুন সিপি বলে ঘোষণা করল রাজ্য সরকার। সূত্রের খবর এডিজি সিপির পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে তাঁকে এডিজি এসটিএফ-এর  দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসি নর্থ-এর দায়িত্ব দেওয়া হয়েছে দীপক সরকারকে। এই পদে আগে ছিলেন অভিষেক গুপ্তা। তাঁকে ইএফআর সেকেন্ড ব্যাটেলিয়নের সিও করা হয়েছে। অপরদিকে, এডিজি আইনশৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ শামিমকে এবং এডিজি আইবি হলেন জ্ঞানবন্ত সিং।
  • Link to this news (বর্তমান)