'মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আপনি তুলতে পারেন না', আইনজীবীকে ধমক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
এই সময় | ১৭ সেপ্টেম্বর ২০২৪
'মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আপনি তুলতে পারেন না। আদালত রাজনৈতিক মঞ্চ নয়', আরজি কর মামলার শুনানি চলাকালীন আইনজীবীকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের।মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলা ওঠে। শুনানি চলাকালীন এক আইনজীবী বলেন, ‘গোটা ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে।’ তাঁর মন্তব্যের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘এখানে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি আপনি তুলতে পারেন না। এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। আমরা কোনও মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিতে পারি না। আদালতের কর্মপদ্ধতি বজায় রাখুন।’ উল্লেখ্য, এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, জেলাশাসক এবং পুলিশ সুপারদের চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
আরজি করের ঘটনার পর বিরোধীদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছিলেন। বিজেপি নেতা-নেত্রীদের একাংশ বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে এই প্রসঙ্গে দাবি তুলে সুর চড়িয়েছিলেন। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গ টেনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাজনৈতিক আক্রমণ করেছেন বিরোধীরা।
কিন্তু আদালতে আরজি কর মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা প্রসঙ্গ গ্রাহ্য করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয়েছে বিনীত গোয়েলকে।
পাশাপাশি বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিই হাসপাতালের নিরাপত্তা-সহ সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবে। আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগদান করার আবেদন করেন মুখ্যমন্ত্রী।