• গতরাতেই হয়েছে বদলির ঘোষণা, দুপুরেই কালীঘাটে মমতার বাড়িতে CP বিনীত গোয়েল
    হিন্দুস্তান টাইমস | ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, মঙ্গল বিকেল ৪টের পর সরানো হবে বিনীত গোয়েল। তিনি পরবর্তী পুলিশ কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। এর আগেই আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন বিনীত গোয়েল। রিপোর্ট অনুযায়ী, ১টা ১৫ নাগাদ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে যান বিনীত গোয়েল। দাবি করা হয়, বদলি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই মমতার বাড়িতে দুপুরে যান বিনীত গোয়েল।

    উল্লেখ্য, সোমবার রাত প্রায় ১২ টায় কালীঘাটে নিজের বাসভবনের বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার যে দাবি জুনিয়র ডাক্তাররা করেছেন, তা মেনে নেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার পদে থাকবেন বিনীত। তারপর নয়া পুলিশ কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে দেবেন বিনীত গোয়েল। এদিকে শুধু বিনীত নন, জুনিয়র ডাক্তাররা যাঁদের যাঁদের সরানোর দাবি তুলেছিলেন, তাঁদের প্রায় সকলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরিয়ে দেওয়া হয়েছে। সরানো হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার

    তবে বিনীতকে নিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিনীত নিজেই কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরতে চেয়েছিলেন। তিনি বলেন, '।'

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশের আরও কয়েকটি রদবদল হবে। বিকেল চারটের পরে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করবেন মুখ্যসচিব মনোজ পন্ত। বিনীত যেখানে চেয়েছেন, তাঁকে সেখানে দায়িত্ব দেওয়া হবে। সেইসঙ্গে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘আমরা এটাও বলেছি যে পুলিশ আমাদের ফোর্স। তারা সারাক্ষণ কাজ করে। তাদের দিক থেকেও আমাদের দেখা উচিত।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)