• দুর্ঘটনা রোধে গাড়ির লেন বদলের নিয়ম উঠে এল পরিবহণ দপ্তরের বিশ্বকর্মার থিমে
    প্রতিদিন | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • নব্যেন্দু হাজরা: ভারী গাড়ি রাস্তার বা’দিক দিয়ে যাবে। ওভারটেক ডানদিক দিয়ে করতে হবে। টু সেকেন্ড রুল মেনে চলতে হবে সমস্ত গাড়িকে। পথ দুর্ঘটনা কমাতে গাড়ির লেন বদলে আরও সতর্কতার বার্তা পরিবহণ দপ্তরের।

    বিশ্বকর্মা পুজোর থিমে এবার উঠে এসেছে সেই কথা। পরিবহণ দপ্তরের কসবা আরটিওতে ওয়েস্টবেঙ্গল মোটর ভেহিকেলস টেকনিক‌্যাল অফিসার্স অ‌্যাসোসিয়েশানের উদ্যোগে এবার বিশ্বকর্মা পুজো হল ঘটা করেই। প্রত্যেক বছরই নানা থিম হয় এখানকার পুজোয়। তবে সব থিমই থাকে পরিবহণ দপ্তরকে কেন্দ্র করে। এবারের থিম লেন ড্রাইভিং। পথদুর্ঘটনা কমাতে লেন বদলের সেই বার্তাই তুলে ধরা হয়েছে থিমে।

    হাইওয়েতে গাড়ি চালানোর ক্ষেত্রে কী কী খেয়াল রাখা উচিত। লেন বদলের সময় কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, অন‌্য গাড়ির সঙ্গে কতটা দূরত্ব রেখে লেন বদল করা উচিত, ওভারটেকিংয়ের সময় কী কী নিয়ম মেনে চলা উচিত এসবকিছু উঠে এসেছে সেখানে। বিভিন্ন রংয়ের বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে তুলে ধরা হয়েছে নিয়মের কথা। এদিন বিকেলে এখানকার পুজো দেখতে আসেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনিও প্রশংসা করেন এমন উদ্যোগের। দুপুরে আসেন রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্রমোহন। তাঁর কথায়, লেন বদলে যে সতর্কতার বার্তা এখানে দেওয়া হয়েছে, তা মেনে চললে পথ দুর্ঘটনা অনেকটাই কমবে।

    ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস টেকনিক‌্যাল অফিসার্স অ‌্যাসোসিয়েশানের সভাপতি বিপ্লব প্রধান বলেন, ‘‘আমরা লক্ষ‌্য করেছি, নিয়ম না মেনে ওভারটেক এবং লেন বদলানোর কারণে বহু দুর্ঘটনা ঘটে। লেন বদল যদি নিয়ম মেনে করা যায়, তাহলে দুর্ঘটনা অনেকটাই কমবে। সেকথাই তুলে ধরেছি আমাদের পুজোর থিমে।’’ সংগঠনের সাধারণ সম্পাদক সুরজিৎ চট্টোপাধ‌্যায় জানান, ‘‘প্রতিবছরই আমরা বিভিন্ন থিম তুলে ধরি সাধারণ মানুষের সচেতনতায়। এবার আমাদের থিম লেন বদল।’’
  • Link to this news (প্রতিদিন)