• দলের চর্চায় কুণালের ‘ভিজ়িবল পজ়িটিভ স্টেপস’
    এই সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • এই সময়: জুনিয়র ডাক্তারদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরে সোমবার প্রায় মাঝরাতে কলকাতার সিপি বিনীত গোয়েলের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের দুই কর্তাকে অপসারণ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সেই প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত জানায় নবান্ন।আর এই বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে মঙ্গলবার সকালে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমি কয়েক দিন আগে ‘ভিজ়িবল পজ়িটিভ স্টেপস’ বলায় এবং সোমবার রাতে এ কথা লেখায় অনেকে বিস্তারিত জানতে চেয়েছেন। শুধু বলি, এই কথাগুলি আমি একজনের মুখে ক’দিন ধরে শুনেছি। তাঁর বক্তব্য ছিল, মানুষ ভিজ়িবল পজ়িটিভ স্টেপস দেখতে চায়। কার মুখে শুনেছি, সেটা এখন লিখছি না।’

    সোমবার মাঝরাতে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কুণাল ফেসবুক এবং এক্স হ্যান্ডল রাজ্য সরকারের সিদ্ধান্তগুলিকে ‘ভিজ়িবল পজ়িটিভ স্টেপস’ হিসেবে চিহ্নিত করেন। যদিও মঙ্গলবার তিনি দাবি করেছেন, এই কথাটি তাঁর নিজের কথা নয়। তবে কার? তা অবশ্য কুণাল স্পষ্ট করেননি। তাঁর পোস্ট ঘিরে দলে চর্চাও শুরু হয়েছে।

    তৃণমূল নেতাদের একাংশের পর্যবেক্ষণ, দলের সর্বোচ্চ স্তরের কোনও নেতা এমন কিছু পদক্ষেপের পক্ষপাতী ছিলেন বলে কুণাল বোঝাতে চেয়েছেন। প্রথম সারির এই নেতা চাইছিলেন, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে রাজ্য সরকার দৃষ্টান্তমূলক এবং ইতিবাচক পদক্ষেপ করুক। সোমবার সরকারের তরফে ঠিক তেমনটিই করা হয়েছে বলে মনে করছেন কুণাল।

    আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে গত মাসে আমতলায় নিজের সাংসদ এলাকার উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠকের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, ‘হাসপাতালে এই অবাধ যাতায়াতের উপরে নজরদারির প্রয়োজন রয়েছে। কেন হাসপাতালে রাতে যে পারবে সে ঢুকবে? ডাক্তার, রোগী ছাড়া কেন সিভিক ঢুকবে? কী অধিকার রয়েছে? এর একটি মেক্যানিজ়ম থাকা উচিত।’

    ধর্ষণের মতো অপরাধ রুখতে কঠোর আইনের পাশাপাশি প্রশাসনিক স্তরেও রদবদলের পক্ষপাতী ছিলেন অভিষেক। তৃণমূলের অন্দরে অভিষেক যুক্তি দিয়েছিলেন, ‘প্রশাসনকে ঢিমেতালে চলার শিকল থেকে মুক্ত করতে হবে।’

    প্রশাসনের এই ঢিমেতালে চলার মনোভাবের কারণে প্রতিকূল সময়ে সমস্যার মূল কারণকে দূর করা যাচ্ছে না বলেও পর্যবেক্ষণ ছিল অভিষেকের। যদিও অভিষেক নিজে মঙ্গলবারের রদবদল নিয়ে কোনও মন্তব্য করেননি। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে চলতি আন্দোলনের প্রেক্ষাপটে অভিষেক গত ৬ সেপ্টেম্বর এক্স হ্যান্ডলে শেষ পোস্ট করেছেন। জুনিয়র ডাক্তারদের জাস্টিসের দাবি ন্যায়সঙ্গত বলে মনে করলেও তাঁর বক্তব্য ছিল চিকিৎসা পরিষেবা ব্যাহত করা ঠিক নয়।

    অভিষেক মঙ্গলবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। ডায়মন্ড হারবারের সাংসদ কোনও মন্তব্য না-করলেও তৃণমূলের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জেরে তৈরি অচলাবস্থা কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকর পদক্ষেপ করেছে। রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তা-ও বিশদে উল্লেখ করা হয়েছে।
  • Link to this news (এই সময়)