• কাটা বাঁধ দিয়েই ঢুকছে গঙ্গার জল, একদিনে জলস্তর বাড়ল ১০ সেমি
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মানিকচক: ফের বাড়ল গঙ্গা নদীর জলস্তর। ভূতনির কেশরপুরে কাটা বাঁধের অংশ দিয়ে এলাকায় জল ঢুকতে শুরু করেছে। সোমবারের  তুলনায় মঙ্গলবার গঙ্গার জলস্তর ছিল ২৪.১৪ সেন্টিমিটার। বেড়েছে প্রায় ১০ সেন্টিমিটার। এতে নতুন করে জলমগ্ন কালুটোনটোলার রাস্তা। বন্যার আতঙ্ক কাটিয়ে বাড়ি ফিরতেই ফের প্রমাদ গুনছেন স্থানীয় বাসিন্দারা। তবে জল ঢুকতেই তড়িঘড়ি কাজ শুরু করেছে সেচদপ্তর।

    মানিকচক ব্লকের কেশরপুরে কাটা বাঁধের অংশ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ভূতনি জুড়ে। প্রায় একমাসের বেশি সময় জলমগ্ন ছিল গোটা ভূতনি। দুর্গতরা দিন কাটিয়েছেন ত্রাণ শিবিরে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় একে একে বাড়ি ফিরছেন দুর্গতরা। এলাকায় জমে থাকা জল নেমে যাওয়ায় জেগে উঠেছে রাস্তাঘাট। সব যখন স্বাভাবিক হওয়ার পথে, ফের কেশরপুরের ভাঙা বাঁধের সেই অংশ দিয়েই হু হু করে জল ঢুকতে শুরু করে এলাকায়। যা শুনে ভিড় জমান এলাকাবাসীরা। ফের কি বন্যা পরিস্থিতি তৈরি হবে? না খেয়ে বা আধপেটা খেয়ে দিন কাটাতে হবে ত্রাণ শিবিরে? সেই আতঙ্ক গ্রাস করে বাসিন্দাদের। তবে এলাকায় জল ঢুকলেও স্রোত খুব কম থাকায় কিছুটা স্বস্তিতে তাঁরা।

    অন্যদিকে, এদিন জল ঢোকার ফলে কালুটোনটোলার বেশকিছু এলাকার রাস্তা  জলমগ্ন হতে শুরু করেছে। স্থানীয় অঙ্গদ মাহাত বলেন, বন্যার জল নেমে যাওয়ায় প্রায় একমাস পর বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। বাড়িতে জমে থাকা কাদা বের করে থাকার উপযুক্ত করার কাজ শুরু করার পর ফের বাইরে জল উঠে গিয়েছে। বৃষ্টিতে ফের পরিস্থিতি খারাপ হলে কী হবে জানি না। কপালে বোধহয় আবার ত্রাণ শিবির বা বাঁধে যাওয়া লেখা রয়েছে।

    এলাকায় জল ঢুকছে খবর পেয়ে আসরে নেমেছে সেচ দপ্তর। জরুরি ভিত্তিতে বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা চলছে। জেলা সেচ দপ্তরের আধিকারিক বলেন, গঙ্গায় অল্প জল বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেটা দীর্ঘস্থায়ী হবে না। আমরা জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছি। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

    তবে এলাকায় জল ঢুকলেও সেরকম চিন্তার কারণ দেখছেন না কাউসার আলী। তাঁর মন্তব্য, গঙ্গার জল বেড়ে যাওয়াই এলাকায় ঢুকছে। এখনই চিন্তার খুব একটা কারণ নেই। বালির বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করা হলেও সেটা যথেষ্ট নয়। সেচ দপ্তর বাঁধের ভাঙা অংশ দ্রুত বন্ধ না করলে জলস্তর বাড়ার ফলে পরিস্থিতি বেগতিক হতে পারে। (বাঁধের কাটা অংশ দিয়ে ঢুকছে জল। - নিজস্ব চিত্র।)
  • Link to this news (বর্তমান)