• অনুব্রতর জামিন মামলায় রায় স্থগিত
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি হলেও রায়দান হল না। ইডি এবং অনুব্রত, উভয়পক্ষের বক্তব্য শুনে রায় স্থগিত রাখলেন বিচারক জ্যোতি ক্লেয়ার। শুনানির সময় তিহার জেল থেকে অনুব্রত মণ্ডলকে ভার্চুয়ালি হাজির করানো হয়। তাঁর আইনজীবী মনুশর্মা বলেন, গোরু পাচার মামলায় এখনও পর্যন্ত অনুব্রতর সক্রিয় যোগাযোগ প্রমাণ হয়নি। পিএমএল আইনে তাঁকে গ্রেপ্তার করে অন্যায়ভাবে দীর্ঘদিন দিল্লিতে এনে আটকে রাখা হয়েছে। সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন অনুব্রত। তাই এবার ইডি মামলাতেও জামিন দেওয়া হোক। যদিও তার বিরোধিতা করেন ইডির আইনজীবী সাইমন বেঞ্জামিন। বলেন, নামে-বেনামে অনুব্রত মণ্ডলের প্রচুর স্থাবর-অস্থাবর সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আয়ের সঙ্গে তার কোনও সঙ্গতি নেই। ফলে অনুব্রতকে এই মুহূর্তে জামিন দিলে তদন্ত প্রভাবিত হবে।
  • Link to this news (বর্তমান)