• জামিনের নথিপত্র জমা দিলেন মানিক
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল থেকে ছাড়া পেয়ে মঙ্গলবার বিধানসভায় এসেছিলেন পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বিধানসভার কমিটির বৈঠকে যাওয়ার জন্য তাঁকে সচিবালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। সচিবালয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিধানসভায় এসে কমিটির বৈঠকে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন মানিক। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, মানিককে বিধানসভার কাছে একটি চিঠি দিতে হবে। সেই চিঠির সঙ্গে যুক্ত করতে হবে আদালতের নির্দেশ ও জেল থেকে ছাড়া পাওয়া সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র। সেই সমস্ত কাগজপত্র জমা দিলে তবেই মানিক বিধানসভার কমিটির বৈঠকে যোগ দিতে পারবেন। সেই কাগজপত্র জমা দিতেই এদিন মানিক বিধানসভায় এসেছিলেন বলে খবর। তাঁর বক্তব্য, ‘বিধানসভায় কিছু কাজকর্ম ছিল। তবে আগামী দিনে আমার পলাশীপাড়া বিধানসভার দিকেই নজর থাকবে।’ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিলেন মানিক।
  • Link to this news (বর্তমান)