• মাত্র দু’বছরেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে কাঁচরাপাড়ার সম্ভীর
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মাত্র দু’বছরেই একের পর এক ছড়া, বিভিন্ন দেশের রাজধানীর নাম বলে নজর কেড়েছে সম্ভীর দাস। কাঁচরাপাড়া মিলননগর ৩২৬/এ মসজিদবাটি রোডের বাসিন্দা সঞ্জয় এবং অপর্ণা দাসের একমাত্র পুত্র। সঞ্জয়বাবু পেশায় রেলকর্মী। তাঁদের ছেলের বয়স বর্তমানে মাত্র দুই বছর দু’মাস। এই বয়সেই ইংরেজির বারো মাস থেকে শুরু করে অনায়াসে নানা কবিতা বলতে পারে সে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের রাজধানীর নামও অনায়াসে বলে দিচ্ছে এই শিশু। এই পারদর্শিতার জন্য ছোট্ট সম্ভীরের নাম উঠেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে।

    ওই শিশুর মা অপর্ণা দাস বলেন, ওর বয়স যখন ২৩ মাস, তখন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করি। আমাদের আবেদন গৃহীত হয়। আমার ছেলে কবিতা, ছড়া বলতে পারে, গান গাইতে পারে। বিভিন্ন ফুল, ফলের নামও বলে অনায়াসে। বিভিন্ন রাজ্যের রাজধানীর নামও বলে যায়। ইন্ডিয়া বুক অব রেকর্ডস আমাদের সেগুলি ভিডিও করে পাঠাতে বলে। আমরা ওর কবিতা, ছড়া, গান–সব কিছুই ভিডিও করে পাঠাই। ওরা আমাদের জানিয়েছে, এই বয়সে এই প্রতিভার জন্য আমার ছেলের নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নথিভুক্ত হয়েছে। সার্টিফিকেটও পাঠানো হয়েছে। আমরা খুব খুশি।

    খুশি প্রতিবেশীরাও। এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই এসে সম্ভীরের সঙ্গে দেখা করেন। কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, আমিও শুনেছি ওই শিশুর প্রতিভার কথা। ওর নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে ওঠায় আমরাও খুশি। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)