• কলকাতা, হুগলির ৬টি জায়গায় একযোগে অভিযান  চালাল ইডি
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর দুর্নীতি মামলায় মঙ্গলবার দিনভর কলকাতা ও হুগলির ছ’টি জায়গায় একযোগে অভিযান চালাল ইডি। এদিন সকাল ৭টা থেকে অভিযান শুরু হয়। আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়ের বাড়ি, সিঁথির মোড়ে তাঁর নার্সিংহোম, বালিগঞ্জের ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়ি ও অফিসে অভিযান চালায় ইডি।  বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।  ব্যবসায়ী সন্দীপ জৈন টেন্ডারের ভিত্তিতে আর জি কর হাসপাতালে ওষুধ, স্টেন্ট, পেসমেকার, স্টিল প্লেটের মতো চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতেন। ইডির দাবি, সন্দীপ জৈনের প্রভাবশালী মহলে যথেষ্ট যোগাযোগ ছিল। আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল, বর্তমানে ধৃত সন্দীপ ঘোষের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। সেই সুবাদে টেন্ডারে কারচুপি, ভুয়ো বিল তৈরি করে আর জি করে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহের নামে একটি দুর্নীতির চক্র চলছিল। এই চক্রে আর জি কর হাসপাতালের তৎকালীন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্তবাবুর ভূমিকা খতিয়ে দেখছেন ইডির গোয়েন্দারা। তাঁদের দাবি, হাসপাতালে ওষুধ, স্টেন্ট, পেসমেকার, স্টিল প্লেটের মতো চিকিৎসা সরঞ্জাম কী কী কেনা হবে, তার সুপারিশ আসত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের হাত ঘুরেই। তাই ইডিক প্রশ্ন, সমিতির চেয়ারম্যানের অজ্ঞাতসারে এত বড় একটা  দুর্নীতি চক্র  চলে কীভাবে! 

    ইডির কাছে বিভিন্ন মহল থেকে এমনও অভিযোগ জমা পড়েছে, যেখানে বলা হয়েছে, আর জি কর হাসপাতালের নামে কেনা যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম ঘুরপথে সুদীপ্তবাবুর নার্সিংহোমে চলে গিয়েছে। তল্লাশি অভিযানে নেমে ইডি এই অভিযোগের সত্যতা যাচাই করছে। এসব অভিযোগ নিয়ে সুদীপ্তবাবুর বক্তব্য জানতে তাঁকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। 
  • Link to this news (বর্তমান)