• সৌরভকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অভিযুক্ত 'মিরাক্কেল' প্রতিযোগী
    আজ তক | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • জি বাংলার জনপ্রীয় স্ট্যান্ড আপ কমিডি শো মিরাক্কেলে অংশ নেওয়া মৃণ্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সৌরভের আত্মসহায়ক তানিয়া ভট্টাচার্য। মঙ্গলবার এক ইউটিউবার কুরুচিকর ভাষায় সৌরভকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। যা দেখে প্রবল ক্ষুব্ধ জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ওই ইউটিউবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ। যার কপি রয়েছে এবিপি আনন্দের হাতেও।

    আর জি কর কাণ্ডের তীব্র নিন্দা করেছিলেন সৌরভ। তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাচের স্কুল দীক্ষামঞ্জরীর তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। বৃষ্টিতে ভিজে সেই মিছিলে হেঁটেছিলেন ডোনা, কন্যা সানা গঙ্গোপাধ্যায়। সেই মিছিলের শেষে মোমবাতি জ্বালিয়েছিলেন সৌরভ। একাধিক অনুষ্ঠানেও তিনি আর জি কর কাণ্ডের প্রতিবাদ করেছেন। তবে বারবার তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করে তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন সৌরভ ও তাঁর ঘনিষ্ঠরা। ডোনার মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। যা নিয়ে হতাশ, ক্ষুব্ধ নৃত্যশিল্পীও।

    মৃণ্ময় সাধারণভাবে রোস্ট ভিডিও বানান। তবে এক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়কে রোস্ট করতে গিয়ে শালীনতার সীমা লঙ্ঘন করেছেন, বলে অভিযোগ করা হয়েছে। সূত্রের খবর এই ভিডিও দেখে সৌরভ নিজেও খুব দুঃখ পেয়েছেন। এই ভিডিওতে মূলত সৌরভের বায়োপিক নিয়ে রোস্ট করেছেন মৃণ্ময়। তাঁর প্রশ্ন, জীবিত অবস্থায় কীভাবে একজনের বায়োপিক করা যায়? মঙ্গলবার রাতেই সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য ই-মেল মারফত সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। সেখানে ওই ইউটিউবারের নাম ও ভিডিও লিঙ্ক দিয়ে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে সাইবার ক্রাইম বিভাগকে।  
  • Link to this news (আজ তক)