• কলকাতায় নাকা চেকিংয়ের সময় সার্জেন্টকে বেধরক মার, গ্রেফতার ১ মদ্যপ
    আজ তক | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • কলকাতা পুলিশের নাকা চেকিং চলাকালীন মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা পেটাল পুলিশকে। একজন ট্রাফিক সার্জেন্ট-সহ ৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে বুবাই হাজরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
    ঘটনাটি ঘটে কলকাতার তপসিয়া থানা এলাকার অধীনে ১০৪, ক্রিস্টোফার রোডে। গতরাতে প্রায় ১০:৫০ মিনিটে কলকাতা পুলিশের পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের একটি দল, সার্জেন্ট কৌতুক ঘোষের নেতৃত্বে নাকা চেকিং চালাচ্ছিল। ওই সময় বুবাই হাজরা নামে এক ব্যক্তিকে সম্পূর্ণ মদ্যপ অবস্থায় দেখতে পান কর্তব্যরত পুলিশকর্মীরা। তাকে আটকানোর সময় তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশকে হুমকি দেন।

    বুবাই হাজরা তার সহযোগীদের ঘটনাস্থলে ডাকেন, এবং কয়েক মিনিটের মধ্যে প্রায় ২০-৩০ জন দুষ্কৃতী সেখানে এসে পুলিশের ওপর হামলা চালায়। তারা সার্জেন্ট কৌতুক ঘোষ এবং তার দলের ওপর আক্রমণ করে। তাদের মোটরসাইকেল ভেঙে ফেলে এবং আগুন দেওয়ার হুমকিও দেয়। এতে কৌতুক ঘোষ মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। তার সঙ্গে থাকা আরও দু'জন পুলিশ কর্মী, একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ারও আহত হন।

    আহত পুলিশ কর্মীদের তৎক্ষণাৎ চিকিৎসার জন্য চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সার্জেন্ট কৌতুক ঘোষ তপসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১২১(১), ৫৪, ৩২৪(৪) এবং পাবলিক প্রোপার্টি ড্যামেজ প্রিভেনশন আইনের ৩ ধারায় মামলা রুজু করেছে।

    পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত বুবাই হাজরাকে গ্রেপ্তার করেছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আজ আদালতে তোলা হবে। পুলিশ অন্যান্য অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

     
  • Link to this news (আজ তক)