• রাজ্যের সঙ্গে বৈঠকের দাবিতে মেল জুনিয়র ডাক্তারদের, সাড়া দিল নবান্ন
    প্রতিদিন | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ব্যুরো: আর জি কর ইস্যুতে ৪০তম দিনে পড়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। রাজ্য একাধিক দাবি মেনে নিলেও একাধিক ইস্যুতে রফাসূত্র এখনও অধরা। সেই সমাধান খুঁজতে ফের রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। জবাবে, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ পাল্টা মেল করে জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে সঙ্গে বৈঠকে বসতে রাজি রাজ্য সরকার।  

    আন্দোলনরত ডাক্তারদের পাঠানো ইমেলে মনোজ পন্থ জানিয়েছেন, আজ বুধবার সন্ধ্যে ৬.৩০ মিনিটে নবান্ন সভাঘরে বৈঠক হবে। ৬.১৫ মিনিটের মধ্যে জুনিয়র ডাক্তারদের সেখানে পৌঁছে যেতে বলা হয়েছে। রাজ্যে বন্যা পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধও জানান মুখ্যসচিব। তবে এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কি না ইমেলে তা জানানো হয়নি। আন্দোলনকারীদের তরফে মুখ্যমন্ত্রীকে থাকার অনুরোধও জানানো হয়নি। উল্লেখ্য, বন্যা পরিস্থিতি পরিদর্শনে জেলা সফরে রয়েছেন মমতা। 
  • Link to this news (প্রতিদিন)