• শিকেয় নিরাপত্তা, সরকারি হাসপাতালের ভিতরে মদের আসর, ২ জনকে গ্রেফতার করল পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা মজবুৎ করতে রাজ্যের ঢিলেমিতে মঙ্গলবারও অসন্তোষ প্রকাশ করেছেন দেশের প্রধান বিচারপতি। এরই মধ্যে সরকারি হাসপাতালে হাতে নাতে ধরা পড়ল মদের আসর। ছবি তুলতে যাওয়ায় হুমকির মুখে পড়তে হল সাংবাদিকদের। মঙ্গলবার নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের ঘটনা। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


    পড়তে থাকুন - মনোজ ভার্মাকে 'সিপিএমের দালাল' বলেছিলেন মমতা, বিনীত সরতেই তিনিই হলেন নতুন সিপি

    শক্তিনগর হাসপাতালে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ঘরে মদের আসর বসেছে বলে মঙ্গলবার খবর আগে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, ঘরের ভিতরে বসে মদ্যপান করছেন বেশ কয়েকজন ব্যক্তি। সঙ্গে রয়েছে মাংস ও অন্যান্য খাবারের আয়োজন। ছবি তুলতে দেখেই তেড়ে আসেন তাঁরা। সাংবাদিকদের ছবি তোলার অধিকার কে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে পুলিশে ফোন করেন হাসপাতালের সুপার। পুলিশ এসে ২ জনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাসপাতালের ভিতরে মদ্যপানের আসর বসিয়েছিলেন তাঁরা। যেখানে আসর বসেছিল তার পাশেই নার্সদের একটি ঘর রয়েছে বলেও জানা গিয়েছে।

    হাসপাতালের সুপার জানিয়েছেন, কয়েকজন বহিরাগত PWDর ইঞ্জিনিয়ারের ঘরে বসে মদ খাচ্ছিল। আমি জানতে পেরে পুলিশকে ব্যবস্থা নিতে বলি। এরা কেউ হাসপাতালের কর্মী নন।


    সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা এখনও সুরক্ষিত নয় বলে স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অভিযোগ যে অমূলক নয় তা স্পষ্ট হল শক্তিনগর জেলা হাসপাতালের ঘটনায়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)