• 'রাতে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা, পাহারা দিতে হচ্ছে তৃণমূলকে, এ কেমন রাত দখল?'
    হিন্দুস্তান টাইমস | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • রাতে রাস্তায় বসে মদ্যপান করছেন মেয়েরা। এই দাবি করে মেয়েদের রাত দখলের আন্দোলনকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা নতুন বাসস্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগদান করে স্বপনবাবুর বলেন, রাতে বাইরে বেরিয়ে মদ খাচ্ছে মেয়েরা আর পাহারা দিতে হচ্ছে আমাদের ছেলেদের।


    পড়তে থাকুন - মনোজ ভার্মাকে 'সিপিএমের দালাল' বলেছিলেন মমতা, বিনীত সরতেই তিনিই হলেন নতুন সিপি

    এদিন স্বপনবাবু বলেন, ‘এই বৃষ্টির সময় কাল রাতের বেলাতে একটি জায়গাতে ২টি ছেলে ১টি মেয়ে। রাত তখন ২টো। দেখা যাচ্ছে তারা সেখানে বসে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানানো হল, বাবা - মাকে ফোন করা হল, যে রাত ২টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে? আমাদের ছেলেরা যাদি না পাহারা দিত, মদ্যপ অবস্থায় মেয়েটার যদি কিছু হয়ে যেত তখন তো দায়িত্ব আমাদের পড়ত। এই ঘটনাগুলো অনেকে জানেন কিন্তু বলেন না। আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ ওদের রাত্রিবেলাটা তো আমাদের পাহারা দিতে হচ্ছে।’

    তিনি আরও বলেন, আমার এলাকায় দেখেছি একটি দোকান থেকে রাত্রিবেলা মেয়েরা মদ কেনে। এই খবরটা পাওয়ার পর আমি পর পর দু'দিন সেখানে রাত্রিবেলায় গিয়েছি। কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় তা দেখতে। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি, এখন থেকে আর কোনও মহিলাকে হোটেলে মদ খেতে দেওয়া যাবে না। এটাও তো আমাকেই দেখতে হয়। ওইমহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনও অঘটন ঘটে যায়, তখন কী হবে? সেজন্যে তো আমাদের পাহারা দিতে হচ্ছে।'


    স্বপন দেবনাথকে আক্রমণ করে জেলা বিজেপির এক নেতা বলেন, ‘পাড়ায় পাড়ায় মদের দোকানের মডেল তো চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এখন তাঁর মন্ত্রী বলছেন মেয়েরা মদ খাচ্ছে। উনি নিজেই স্বীকার করে নিলেন তৃণমূল বাংলার সমাজকে কোথায় নিয়ে গিয়েছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)