• মমতার নাম মুখেই আনলেন না, বন্যা মোকাবিলায় কার ওপর ভরসা রাখলেন শুভেন্দু?
    হিন্দুস্তান টাইমস | ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টির জেরে ডিভিসির ছাড়া জলে ভাসছে নিম্ন দামোদর উপত্যকার বিস্তীর্ণ এলাকা। উদ্ভূত পরিস্থিতির জন্য রাজ্যের তৃণমূল সরকারকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বন্যা পরিস্থিতির জন্য সময়মতো নদীবাঁধ সংস্কার না করাকে দায়ী করেন তিনি।


    পড়তে থাকুন - মনোজ ভার্মাকে 'সিপিএমের দালাল' বলেছিলেন মমতা, বিনীত সরতেই তিনিই হলেন নতুন সিপি

    শুভেন্দুবাবু লিখেছেন, বর্ষার আগে নদীবাঁধ সংস্কারের কোনও কাজ করেনি সেচ দফতর। কারণ, দেউলিয়া রাজ্য সরকারের কাছে বাঁধ সংস্কার করার মতো টাকা নেই। যার ফলে হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের একাংশে বন্যাপরিস্থিতি দেখা দিয়েছে। বাঁধ ভেঙে জল জনবসতিতে ঢুকে পড়ায় জনগণ চরম দুর্ভোগে পড়েছে। পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর বা SDRF তাদের কোনও সহযোগিতা করছে না। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে আমি সেনাবাহিনীর সহযোগিতা চাইতে অনুরোধ করব। যাতে ২০১৩ ও ২০১৫ সালের মতো ফের বাঁধগুলিতে শক্ত করা হয়। এতে প্রাণ ও সম্পত্তিহানি এড়ানো যাবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে যত তাড়াতাড়ি NDRF মোতায়েন করবেন তত মঙ্গল।


    রাজ্যের বন্যাপরিস্থিতি দেখতে বুধবার হুগলির পুড়শুড়া যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বন্যার জন্য DVCকে দায়ী করেন তিনি। বলেন, বার বার বারণ করা সত্বেও ডিভিসি জল ছেড়েছে। নিজেদের রাজ্যকে বাঁচাতে পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিচ্ছে ঝাড়খণ্ড।

    আশ্চর্যজনকভাবে এদিন গোটা পোস্টে মুখ্য়মন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও লেখেননি। বরং, মুখ্যসচিবকে বন্যা নিয়ন্ত্রণে তৎপর হতে অনুরোধ জানিয়েছেন তিনি। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)