• হাসপাতালের ভেতর বিশ্বকর্মা পুজোয় মদের আসর, বিতর্ক বাড়তেই গ্রেপ্তার ২
    এই সময় | ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। সরকারি হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। এর মাঝেই নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে দেখা গেল এক অস্বস্তিকর চিত্র। জেলা হাসপাতালের ওপিডি-র সামনে পূর্ত বিভাগের অফিসের ভেতরে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মদের আসর বসানোর অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গিয়েছে, সেই আসরে ছিলেন টেকনিক্যাল কর্মী-সহ একাধিক লোকজন। জেলা হাসপাতালের পূর্ত বিভাগে প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়ে থাকে। ওই ঘরে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়াররা ছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মীরাও আসা-যাওয়া করেন। সেখানেই বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে সন্ধ্যায় বসে ছিল মদের আসর। সেখানে ছবি তুলতে গেলে হেনস্থার মুখে পড়েন সংবাদমাধ্যমের কর্মীরাও।

    হাসপাতাল সুপার জয়ন্ত সরকার বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই ইলেকট্রিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট সাব-ইঞ্জিনিয়ারের অফিসে বেশ কিছু লোক ঢুকেছে। আমরা পুলিশকে বলি যারাই থাকুক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে হলেও ওই অফিসটি সম্পূর্ণ আলাদা। কারা ওখানে ছিল বা কারা মদ্যপান করছিল সে বিষয়ে আমি কিছুই জানি না। হাসপাতালের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত না।’

    এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করে ধৃতদের নাম রাজা মিত্র এবং অমিয় বিশ্বাস। একজনের বাড়ি হাঁসখালি থানা এলাকায় এবং অন্যজনের বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। দু’জনেই পূর্ত বিভাগের ইলেকট্রিক অফিসের অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে। এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাখওয়ানা মিতকুমার জানান, অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়। যদি আর কেউ অভিযুক্ত হয় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
  • Link to this news (এই সময়)