• 'কুৎসিত' আক্রমণ cinebap-র, FIR সৌরভের, এই ইউটিউবারের সঙ্গে লেগেছিল Bong Guy-রও
    আজ তক | ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • প্রসঙ্গত ওই ভিডিওতে শুধুই সৌরভকে নয়, কটাক্ষ করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যয়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সহ কাঞ্চন মল্লিককে। সেই সঙ্গে তুলোধোনা করা হয়েছে প্রশাসন, কলকাতা পুলিশকেও। আন্দোলনরত ডাক্তারদের চা খেতে বলায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যেরও সমালোচনা করেছেন মৃন্ময়। কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল বাংলার দুই জনপ্রিয় ইউটিউবারের তর্জায়। তাদের ঝগড়া এতটাই বাড়াবাড়ি পর্যায় গিয়েছিল যে তা নেটিজেনদের অন্যতম চর্চার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেবার বং গাই কিরণ দত্ত (Kiran Dutta) এবং সিনে বাপ মৃন্ময় দাস (Mrinmay Das) একে অপরকে রোস্ট করতে থাকেন৷ 

    ইউটিউবের দুনিয়ায় দুজনেই বেজায় জনপ্রিয়। তবে সৌরভকে নিয়ে কটাক্ষ প্রথম নয়, এর আগেও বাংলার জনপ্রিয় গেম শো দাদাগিরির একটি এপিসোড নিয়ে। কিন্তু এপিসোড শেষ হয়ে গেলেও এপিসোড নিয়ে তর্জা, তর্ক, কাদা ছোড়াছুঁড়ি কিছুই থামার নাম করছেনা। এই পর্বে বাংলার একাধিক ইউটিউবারদের সঙ্গে উপস্থিত ছিলেন বং গাই কিরণ দত্ত-ও। আর তাকে পর্দায় দেখার পর থেকেই কার্যত ‘দাদাগিরি’-র ম্যানেজমেন্ট টীমের বিরুদ্ধে ফুঁসে ওঠেন সিনেবাপ।

    সিনেবাপ এর আগে জি বাংলার আরও এক বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডি শো মিরাক্কেলে অংশ নিয়েছেন। এরপর বিভিন্ন সময় ভাইরাল ভিডিও করে জনপ্রিয় হন তিনি। মূলত রোস্ট ভিডিও করার জন্যই বিখ্যাত এই মৃণ্ময়। সৌরভও এবার অভিযোগ দায়ের করলেন কোচবিহারের এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। 
  • Link to this news (আজ তক)