এই বয়সে আর কী কী দেখতে হবে কে জানে, আক্ষেপ জেলবন্দি পার্থর
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টিভি খুললেই কেবল আর জি করের খবর। একই খবর দেখতে দেখতে তিতিবিরক্ত জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর জন্য তাঁকে যথেষ্ট বিমর্ষ দেখাচ্ছিল বলেও জেল সূত্রে খবর। প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি জেলের মধ্যে টিভি দেখছিলেন। সেখানে আর জি কর‑কাণ্ডের নানা সংবাদ দেখার পর তিনি হঠাৎ করে এক কারারক্ষীকে বলে ওঠেন, ‘ভাই, একটু দয়া করে টিভিটা বন্ধ করে দেবেন।’ সূত্রের খবর, ওই সময় তিনি কয়েকজন কারারক্ষীর কাছে আক্ষেপ করে বলেন, ‘এই বয়সে যে আর কী দেখতে হবে, কে জানে! আর একদম ভালো লাগছে না।’ ওই কথোপকথন চলাকালীন পার্থবাবুকে বড় বিমর্ষ লাগছিল বলেই জেল সূত্রে জানা গিয়েছে। টিভি বন্ধ হতেই তিনি তাঁর সেলে গিয়ে বিছানায় শুয়ে পড়েন। এদিন সন্ধ্যায় তিনি আর টিভিমুখো হননি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থবাবুর জামিনের আবেদন ইতিমধ্যে বেশ কয়েকবার খারিজ করে দিয়েছে আদালত। তাছাড়া, শারীরিক বিভিন্ন সমস্যায় তিনি জর্জরিত। খুব একটা প্রয়োজন ছাড়া তিনি সেলের বাইরে বেরন না বলেই খবর। এর মধ্যে আর জি কর নিয়ে ডামাডোল তাঁকে আরও অস্থির করে তুলেছে।